1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভুয়া খবর প্রকাশকারীর মৃত্যু

২৮ সেপ্টেম্বর ২০১৭

তাঁর লেখা ভুয়া খবর মার্কিন মুল্লুকে আলোড়ন তুলেছে অনেকবার, ইন্টারনেটে হয়েছে ভাইরাল৷ এবার তিনিই সংবাদ শিরোনামে৷ গত সপ্তাহে ফিনিক্সে মৃত অবস্থায় পাওয়া গেছে তাঁকে৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৮৷

https://p.dw.com/p/2krSD
ছবি: youtube/CNN

ভুয়া খবর প্রকাশ করে ব্যাপক পরিচিতি পাওয়া সাংবাদিক পাউল হর্নার মারা গেছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ফিনিক্সের কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে যে, সম্ভবত ঘটনাক্রমে পরিমিতমাত্রার চেয়ে বেশি ঔষধ খেয়েছিলেন তিনি৷ আর তাতেই মৃত্যু ঘটে তাঁর৷

স্থানীয় পুলিশের মুখপাত্র মার্ক ক্যাসি জানান, পোস্টমর্টেমের প্রাথমিক ফলাফলে হর্নারের মৃত্যুর পেছনে অস্বাভাবিক কোনো কারণ পাওয়া যায়নি৷ তবে অতীতে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেয়া ঔষুধের অপব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে৷ তিনি বলেন, ‘‘ঘটনাস্থলে পাওয়া তথ্য-প্রমাণ দেখে মনে হচ্ছে, এটা ঘটনাক্রমে মাত্রাতিরিক্ত ঔষধ সেবনের ব্যাপার৷’’

তবে বিষবিদ্যা বিভাগের চূড়ান্ত প্রতিবেদন না পাওয়া অবধি তদন্ত চলবে বলেও জানান তিনি৷

প্রসঙ্গত, ইন্টারনেটে ভুয়া সংবাদ প্রকাশের জন্য পরিচিত ছিলেন হর্নার৷ গতবছর মার্কিন নির্বাচনের সময় তাঁর লেখা এ রকম কিছু সংবাদ ভাইরাল হয়ে যায়৷ ট্রাম্পবিরোধী প্রচারকরা রাস্তায় প্রতিবাদকারী জোগাড় করতে অর্থ খরচ করছে - তাঁর লেখা এমন এক সংবাদ ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্টজনরাও শেয়ার করেছেন৷

হর্নার অবশ্য মনে করতেন, তিনিভুল সংবাদ প্রকাশ করছেন না, বরং বিদ্রুপ করছেন৷ এখন কেউ যদি তা গুরুত্বসহকারে নেয় এবং শেয়ার করে, তাদের নিন্দাই জানান তিনি৷

মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের পেছনে তিনি অবদান রেখেছেন বলেও ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন পাউল হর্নার৷ তবে তিনি নিজেকে কখনোই ট্রাম্পের সমর্থক হিসেবে দাবি করেননি৷

এআই/এসিবি (এপি, এএফপি)