1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোলার উপ নির্বাচনে গোলযোগ, ৯ কেন্দ্রের ভোট স্থগিত

২৪ এপ্রিল ২০১০

দুপুরের পর থেকেই লালমোহনের আজহার উদ্দিন রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ ৯টি কেন্দ্রে শুরু হয় সংঘর্ষ৷ এতে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী সমর্থকদের পাল্টাপাল্টি হামলায় অর্ধশতাধিক আহত হয়৷

https://p.dw.com/p/N5Xk
বাংলাদেশে নির্বাচন (ফাইল ছবি)ছবি: Mustafiz Mamun

গোলযোগের কারণে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের মধ্য দিয়ে শেষ হয়েছে ভোলা-৩ আসনের উপনির্বাচন৷ দফায় দফায় সংঘর্ষে আওয়ামী লীগ ও বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছে৷ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে৷ এদিকে ভোট শেষে এক সাংবাদিক সম্মলনে নির্বাচন বাতিল চেয়েছেন বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ৷

সকাল ৮টায় ভোট শুরুর পর থেকেই সব-বয়সী ভোটারদের ভীড় জমতে থাকে কেন্দ্রগুলোতে৷ আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন শুরুতেই সন্তোষ প্রকাশ করেন৷ কিন্তু বিএনপির প্রার্থী ও নেতারা ভোট কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেন৷ যা জানান, বিএনপি নেতা আমানউল্লাহ আমান৷

দুপুরের পর থেকেই লালমোহনের আজহার উদ্দিন রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ ৯টি কেন্দ্রে শুরু হয় সংঘর্ষ৷ এতে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী সমর্থকদের পাল্টাপাল্টি হামলায় অর্ধশতাধিক আহত হয়৷ এর পরপরই নির্বাচন কমিশন ওই কেন্দ্রগুলোর ভোট গ্রহণ স্থগিত করে৷

বিএনপির ক্যাডাররা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি দেখায় অভিযোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ৷ আর বিএনপি নেতা এমকে আনোয়ার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানান৷ কিন্তু তাদের কমিশনে অবস্থানের অনুমতি দেয়া হয়নি৷

বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার পর বিএনপি প্রার্থী মেজর হাফিজউদ্দিন আহমেদ ভোলা-৩ আসনের নির্বাচন বাতিল করে ফের নির্বাচনের দাবি জানান৷ তিনি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবী করেছেন৷

লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে ভোলা-৩ আসন৷ গত নির্বাচনে জয়ী আওয়ামী লীগের জসিমউদ্দিনের সদস্যপদ বাতিলের কারণে এই উপনির্বাচন৷ এই আসনে মোট কেন্দ্র ৮৬টি৷ এর মধ্যে ৯টি গোলযোগের কারণে স্থগিত করেছে নির্বাচন কমিশন৷ মোট ভোটার প্রায় ২ লাখ ৩৫ হাজার৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছিল৷ বেসরকারী হিসেবে ৭৭টি কেন্দ্রের মধ্যে ৫২টির ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী ৬৭ হাজার ভোট পেয়ে এগিয়ে আছেন৷ আর বিএনপির প্রার্থী পেয়েছেন ২৭ হাজার ভোট৷

হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুন শঙ্কর চৌধুরী