1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোলা-৩ আসনের উপনির্বাচন:খালেদা জিয়ার দাবি

১৬ এপ্রিল ২০১০

ভয়ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টি না করা হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে৷ দলীয় প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দন আহমেদের নির্বাচনী সভায় হামলার অভিযোগে বৃহষ্পতিবার খালেদা জিয়া এক বিবৃতিতে একথা বলেন৷

https://p.dw.com/p/MxzQ
খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

ডেইলি স্টার,প্রথম আলো,বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম সহ প্রায় সবগুলো পত্রিকাতেই উঠে এসেছে ভোলা-৩ আসনের উপনির্বাচন সম্পর্কিত খবরটি৷ ভোলা-৩ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া৷ তিনি বলেছেন, ভয়ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টি না করা হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে৷ দলীয় প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দন আহমেদের নির্বাচনী সভায় হামলার অভিযোগে বৃহষ্পতিবার খালেদা জিয়া এক বিবৃতিতে একথা বলেন৷ তবে আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ এমপি বলেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি নির্বাচন থেকে সরে দাড়ানোর অজুহাত খুঁজছে৷ আগামী ২৪ এপ্রিল ওই আসনের উপ নির্বাচনের ভোট গ্রহন করা হবে৷ এদিকে এই আসনে, উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হবার খবর পাওয়া গেছে৷ অন্যদিকে নির্বাচন কমিশন হুঁশিয়ার করে দিয়ে বলেছে, সংঘাত হলে ভোলা-৩ আসনের উপনির্বাচন স্থগিত করে দেয়া হবে৷

পার্বত্য আঞ্চলিক পরিষদ নিয়ে হাইকোর্টের রায় ছয় সপ্তাহের জন্য স্থগিত

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সম্পর্কিত খবরটি শিরোনামে উঠে এসেছে৷ পার্বত্য আঞ্চলিক পরিষদকে অসাংবিধানিক বলে দেয়া হাইকোর্টের রায় ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে৷ বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এই স্থগিতাদেশ দেন৷ এর আগে মঙ্গলবার শান্তি চুক্তির আওতায় পার্বত্য আঞ্চলিক পরিষদকে অসাংবিধানিক বলে রায় দেন হাইকোর্ট৷

দ্রুত বিদ্যুৎ পেতে ছয়টি বিদেশি কোম্পানিকে ডাকা হয়েছে

বাংলাদেশ সরকার সম্ভাব্য স্বল্পতম সময়ে উৎপাদন বাড়িয়ে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় করার লক্ষ্যে ছয়টি বিদেশী কোম্পানির কাছ থেকে ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেনার প্রক্রিয়া শুরু করেছে৷ এই খবরটি দিয়েছে প্রথম আলো৷ ইতোমধ্যে ঐ কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করে চাহিদা জানিয়ে প্রস্তাব চাওয়া হয়েছে৷ চলতি মাসেই আগ্রহী কোম্পানিগুলোর প্রতিনিধিরা ঢাকায় আসতে পারেন৷ সরকারী সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, যে ছয়টি কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে তার মধ্যে তিনটি যুক্তরাষ্ট্রের, দুটি যুক্তরাজ্যের ও একটি অস্ট্রেলিয়ার৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম