1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেক্সিটের ভয় কমছে

২০ জুন ২০১৬

সপ্তাহান্তের তিনটি জরিপে দেখা যায় যে, ‘‘রিমেইন'' বা ইইউ-তে থাকার পক্ষপাতীদের অনুপাত কিছুটা বেড়েছে৷ লেবার রাজনীতিক জো কক্স-এর হত্যাকাণ্ডের পর রবিবার আবার দু'পক্ষের প্রচার অভিযান শুরু হয়৷

https://p.dw.com/p/1J9t0
যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা
ছবি: picture alliance/dpa/A. Rain

সাবেক মন্ত্রী ও শাসক কনজারভেটিভ দলের যুগ্ম-সভাপতি ব্যারোনেস সঈদা ওয়ার্সি ‘‘লিভ'' অর্থাৎ ব্রেক্সিট সমর্থকদের বিরুদ্ধে মিথ্যাচারের মাধ্যমে ঘৃণা ও বহিরাগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করেছেন ও জানিয়েছেন যে তিনি এখন থেকে ‘‘রিমেইন'' শিবিরকে সমর্থন করবেন৷

সপ্তাহান্তের তিনটি জরিপে ‘‘রিমেইন'' আন্দোলনের গতিবেগ বাড়ার আভাস থাকায়, সোমবার মার্কিন ডলারের সঙ্গে ব্রিটিশ পাউন্ডের বিনিময়মূল্য প্রায় দুই শতাংশ বেড়ে যায়৷ জাপানি ইয়েনের সঙ্গে পাউন্ডের বিনিময়মূল্যও বাড়তে দেখা যায়৷ ইউরোপীয় শেয়ারবাজারগুলিতে তেজীর লক্ষণ, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের শেয়ারের দাম বাড়ে, রয়াল ব্যাংক অফ স্কটল্যান্ডের প্রায় সাত শতাংশ, লয়েডস-এর প্রায় ছয় শতাংশ৷

ব্রিটিনের জনগণ সব কিছু নিয়ে বাজি ধরতে ওস্তাদ৷ কাজেই সোমবার ‘‘রিমেইন'' ভোটের জেতার ‘অডস' বেড়ে দাঁড়ায় ৭২ শতাংশে৷

অপরদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার সোমবার সাবধান করে দেন যে, ব্রিটেন যদি ইইউ পরিত্যাগ করার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সংহতিকরণ যা-তে উল্টোপথে চলতে শুরু না করে, তার ব্যবস্থা করতে হবে৷ ‘‘ইউরোপ যা-তে একক রাষ্ট্রগুলির জাতীয়তাবাদে ফিরে না যায়, তা নিশ্চিত করা আমাদের যৌথ দায়িত্ব'', বলেন স্টাইনমায়ার৷

আপনার কী মনে হয়? ব্রিটেন কি ইইউ-র থেকে আলাদা হয়ে যাবে? নীচের ঘরে লিখুন৷

এসি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য