1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোট প্রদানের শেষ দিন আজ, পিছিয়ে সাবরিনা

১১ এপ্রিল ২০১১

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার ভোটাভুটি শেষ হচ্ছে আজ৷ আর মাত্র কয়েক ঘণ্টা ভোট দেওয়া যাবে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ব্লগগুলোকে৷ ভোট দিতে ভিজিট করুন: thebobs.com ওয়েবসাইট৷

https://p.dw.com/p/10r6i
সাবরিনা সুলতানাছবি: Sabrina Sultana

ভোটাভুটির চূড়ান্ত পর্যায়ে এসে খানিকটা পিছিয়ে পড়েছেন সেরা ব্লগ বিভাগে লড়াইরত সাবরিনা সুলতানা৷ পার্সিয়ান ভাষার একটি ব্লগ সাবরিনার বাংলা ব্লগকে পেছনে ফেলে শীর্ষে চলে গেছে৷ সোমবার সকাল পর্যন্ত সাবরিনার পক্ষে ভোট ছিল ৩৩ শতাংশ, অন্যদিকে ইরানি ব্লগার ভাহিদ নিকগো'র পক্ষে ভোট ৩৪ শতাংশ৷ এছাড়া রিপোটার্স উইদাউট বর্ডার্স বিভাগে শীর্ষ অবস্থান থেকে ছিটকে গেছেন আবু সুফিয়ান৷

সাবরিনা এবং সুফিয়ানকে আজকের মধ্যে আবারো শীর্ষে তুলে দিতে চাইলে অনেক অনেক ভোট দরকার৷ এজন্য ভিজিট করুন: thebobs.com ওয়েবসাইট৷ এরপর সেখানে লগ ইন করুন ফেসবুক বা টুইটার আইডি দিয়ে৷ সাইটটির ‘‘ইন দ্য ক্যাটেগরি'' ঘরে পছন্দের বিভাগ নির্বাচন করুন এবং ‘‘আই ভোট ফর'' ঘরে বাংলা ব্লগারদের খুঁজে নিন৷ ঠিকঠাক বাছাইয়ের পর চেপে দিন ভোট বোতাম৷ আর মাত্র কয়েক ঘণ্টা ভোট প্রদানের সুযোগ পাওয়া যাবে৷ আপনাদের ভোট বাংলা ব্লগারদের ‘ইউজার প্রাইজ' এনে দিতে পারে৷

এদিকে, জার্মানির বন শহরে ডয়চে ভেলের প্রধান কার্যালয়ে আজ বৈঠকে বসবেন এগারো ভাষার বিচারকরা৷ তাঁদের সঙ্গে বিচারক হিসেবে থাকছেন রিপোটার্স উইদাউট বর্ডার্সের একজন প্রতিনিধি৷ বিচারকরা তাঁদের বিবেচনায় ছয়টি মিশ্র বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড' প্রদান করবেন৷ এসব বিভাগে বাংলা ব্লগের সঙ্গে রয়েছে আরো দশটি ভাষার ব্লগ৷ এবছর বাংলা ভাষার বিচারক রেজওয়ানুল ইসলাম৷

উল্লেখ্য, ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় দুইভাবে বিজয়ী নির্ধারণ করা হয়৷ ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে সতেরটি বিভাগে ‘‘ইউজার প্রাইজ'' এবং জুরিদের বিবেচনায় ছয়টি মিশ্র বিভাগে ‘‘জুরি অ্যাওয়ার্ড'' প্রদান করা হবে এবছর৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই