1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোপাল গ্যাস দুর্ঘটনা মামলার পুনর্বিচারের আর্জি খারিজ

১১ মে ২০১১

৮৪-সালের ভোপাল গ্যাস দুর্ঘটনা মামলার পুনর্বিচারের জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থার আর্জি আজ খারিজ করে দিল ভারতের সুপ্রিম কোর্ট৷ ৯৬ সালে আদালতের রায়ে আসামিদের মাত্র দুবছরের লঘু শাস্তি দেয়া হয়েছিল৷

https://p.dw.com/p/11Dk2
গ্যাস পীড়িতদের সকলেই দায়ী করেছে সিবিআইকেছবি: AP

ভোপাল গ্যাস বিপর্যয় মামলায় আসামিদের শাস্তি ঘোষণার ১৪ বছর পর কেন এই মামলার পুনর্বিচারের আর্জি, তার কোন সদুত্তর দিতে পারেনি কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এবং মধ্যপ্রদেশ সরকার৷ আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস.এইচ কাপাডিয়ার নেতৃত্বে পাঁচজন বিচারকের এক সাংবিধানিক বেঞ্চ সেই কারণে ঐ মামলার পুনর্বিচারের সিবিআই-এর আবেদন খারিজ করে দেন৷

এই রায়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী বীরাপ্পা মইলি বলেন, সুপ্রিম কোর্টের রায় সরকার মেনে নেবে৷ রায়ের ন্যায্য অন্যায্য বিচার করবেনা৷ অ্যাটর্নি জেনারেলের পরামর্শে বিশেষ মন্ত্রীগোষ্ঠীর নির্দেশে সিবিআই পুনর্বিচারের আবেদন করেছিল৷

ভোপাল গ্যাস পীড়িতদের সমর্থকরা সুপ্রিম কোর্টের আজকের রায়ে ক্ষুব্ধ৷ এরজন্য গ্যাস পীড়িতদের সকলেই দায়ী করেছে সিবিআইকে৷ তাদের মতে, সিবিআই সময়মত পুনর্বিচারের আর্জি জানালে এটা হতোনা৷ ভোপাল গ্যাস পীড়িত সমিতির আহ্বায়ক জয় প্রকাশ বলেছেন, আমরা ন্যায় বিচার ভিক্ষা চাইছিনা, দাবি করছি৷এটা আমাদের সাংবিধানিক অধিকার৷ অপর এক এনজিওর শীর্ষ ব্যক্তি বলেন, সিবিআই বারংবার অযোগ্যতা, অনিচ্ছা এবং মামলা চালাতে ঢিলেমির পরিচয় দিয়ে গেছে৷ এই রায়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি৷ মুখপাত্র প্রকাশ জাভেদকরের অভিযোগ, সরকার দোষীদের শাস্তি দিতে চায়নি৷স্রেফ মুখরক্ষার জন্য সিবিআইকে দিয়ে পুনর্বিচারের আবেদন দাখিল করেছিল মাত্র৷ শীর্ষ আদালত তাই এক কথায় তা নাকচ করে দেন৷

উল্লেখ্য, শুরুতে ১৯৯৬ সালে, ভোপাল গ্যাস দুর্ঘটনার অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ হাল্কা করে পেশ করেছিল তদন্তকারী সংস্থা৷ অনিচ্ছাকৃত হত্যার বদলে আনা হয়েছিল কর্তব্যে গাফিলতির ফৌজদারি অভিযোগ৷ তার পরিণতিতে তৎকালীন ইউনিয়ন কার্বাইডের সাতজন কর্তাব্যক্তির দুবছর করে জেল হয় এবং সঙ্গে সঙ্গে তাঁরা সকলেই জামিন পেয়ে যান৷ এই রায়ে দেশ জুড়ে দেখা দেয় বিক্ষোভ৷ সরকার জনতাকে শান্ত করতে মন্ত্রীগোষ্ঠী গঠন করে মামলার পুনর্বিচারের আবেদন করার সিদ্ধান্ত নেন৷

ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানায় তৈরি হতো বিষাক্ত কীটনাশক মিথাইল আইসোসায়নেট৷ ৮৪ সালের ৩রা ডিসেম্বর রাতে কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করলে একদিনেই মারা যায় তিন হাজার মানুষ৷ জল,মাটি ও বায়ু দূষণে পরবর্তীকালে মারা যায় ও পঙ্গু হয়ে যায় আরো ২৫ হাজার মানুষ৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক