1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্যানকুভর অলিম্পিকে অংশ নিতে পারবেন না জার্মানির পেশস্টাইন

১৯ ফেব্রুয়ারি ২০১০

ডোপিং পরীক্ষায় পাশ করতে না পারায় জার্মানির অ্যাথলিট ক্লাউডিয়া পেশস্টাইন ভ্যানকুভারে শীতকালীন অলিম্পিকে অংশ নিতে পারছেন না৷ আন্তর্জাতিক ক্রীড়া আদালত তাঁর আবেদন নাকচ করে দিয়েছে৷

https://p.dw.com/p/M5KF
জার্মানির অ্যাথলিট ক্লাউডিয়া পেশস্টাইনছবি: DPA

আদালতের অ্যাড হক কমিটি এই সিদ্ধান্ত নেওয়ায় ৩৮ বছর বয়স্ক জার্মান অ্যাথলিট পেশস্টাইনের ক্রীড়া জীবন শেষ হয়ে গেল বলে ধরে নেওয়া হচ্ছে৷ ২ বছরের জন্য তাঁর উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে৷ তা সত্ত্বেও সোমবার তাঁর আইনজীবী আদালতের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলেন৷ নতুন তথ্য-প্রমাণের ভিত্তিতে নিজেকে নিরপরাধ প্রতিপন্ন করতে চেয়েছিলেন এই জার্মান অ্যাথলিট৷ ক্ষীণ আশা ছিল, রায় ইতিবাচক হলে তিনি ভ্যানকুভারের অলিম্পিকে অংশ নিতে পারবেন৷ উল্লেখ্য, পেশস্টাইন অলিম্পিকে ৫ বার স্পিড স্কেটিং পর্যায়ে স্বর্ণ পদক লাভ করেছিলেন৷

এদিকে ক্রীড়া আদালত বৃহস্পতিবার আরও একটি রায় দিয়েছে৷ আফ্রিকা মহাদেশের ফুটবল প্রতিযোগিতা ‘আফ্রিকা কাপ অফ নেশনস'এ পর পর দুবার টোগো'র খেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আফ্রিকার ফুটবল কর্তৃপক্ষ ‘কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল'৷ নিষেধাজ্ঞার কারণ হিসেবে প্রবল সরকারি হস্তক্ষেপের উল্লেখ করা হয়েছে৷ এই সিদ্ধান্তের বিরোধিতা করে টোগো'র ফুটবল ফেডারেশন আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল৷ আগামী ২০১২ সালের আফ্রিকা কাপের বাছাই পর্বে কোন গ্রুপে কোন দেশ খেলবে, শনিবার লটারির মাধ্যমে তা স্থির করা হবে৷ টোগো অস্থায়ীভাবে হলেও সেই প্রক্রিয়ায় অংশ নিতে চায়৷ কিন্তু আদালত টোগোর আবেদন খারিজ করে দিয়েছে৷ তবে ভবিষ্যতে টোগোর আবেদন খতিয়ে দেখতে ৩ সদস্যের এক কমিটি গঠন করা হবে৷

খেলাধুলার ক্ষেত্রে বিরোধ মেটাতে রয়েছে এক আন্তর্জাতিক আদালত৷ সুইজারল্যান্ডের লোসান শহরে অবস্থিত এই আদালতের আনুষ্ঠানিক নাম ‘কোর্ট ফর আর্বিট্রেশন ফর স্পোর্ট'৷ এই আদালত বৃহস্পতিবার দুটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: রিয়াজুল ইসলাম