1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্যান গখের ছবি চুরি নিয়ে মিশরীয় নাটক

২২ আগস্ট ২০১০

কায়রোর এক সংগ্রহশালা থেকে বিশ্বখ্যাত শিল্পী ভ্যান গখের একটি বহুল আলোচিত তৈলচিত্র চুরি গেল শনিবার৷ হৈচৈ শিল্পমহলে৷ রাত পর্যন্ত ছবি পাওয়া না পাওয়া নিয়ে নাটকের পর নাটক৷ ফ্রেম থেকে নিপুণভাবে কেটে নেওয়া হয়েছে ছবিটিকে৷

https://p.dw.com/p/OtMf
ভ্যান গখ,Van Gogh, Vincent Van Gogh, Gogh,Painting,Million Dollar,Cairo, Museum,Art & Culture,Artist,Frame,সংবাদ,চুরি,তৈলচিত্র,সংস্কৃতিমন্ত্রী,মিলিয়ন ডলার,ফ্রেম
উজ্জ্বল রঙ নিয়ে ক্যানভাসে খেলতে ভালোবাসতেন ভ্যান গখছবি: The Israel Museum Jerusalem

‘পপি ফ্লাওয়ারস' কিংবা ‘ভাস অ্যান্ড ফ্লাওয়ারস'৷ ভ্যান গখের এক ছবির দুটোই চলতি নাম৷ এই তৈলচিত্রটিই উধাও হয়ে গেল কায়রোর মাহমুদ খালিল মিউজিয়াম থেকে৷ সংবাদসংস্থা এএফপি শনিবার এ খবর প্রচার করলে হৈচৈ শুরু হয়ে যায় শিল্পদুনিয়ায়৷ মিশরের সংস্কৃতিমন্ত্রী ফারুক হোসনিকে উদ্ধৃত করে এএফপি৷ বলা হয়েছে, একফুট বাই একফুট মাপের এই তৈলচিত্রটিকে ফ্রেম থেকে চমত্কারভাবে কেটে নিয়ে গিয়েছে শিল্পচোরেরা৷ চোরকে ধরতে দেশের সব সমুদ্র আর নদীবন্দরগুলিতে কড়া নজরদারি চলছে৷ মিউজিয়াম কর্মীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ আর গোয়েন্দা৷ শিল্পের বাজারে এই ছবিটির দাম হবে নিদেনপক্ষে ৫০ মিলিয়ন ডলার৷

রাতে আরেক নাটক৷ সংস্কৃতিমন্ত্রী জানান, ধরা পড়েছে চোর যুগল৷ উদ্ধার হয়েছেন ভ্যান গখ৷ বিমানবন্দরে এক ইটালিয় যুগলকে দেখে সন্দেহ হয় পুলিশের৷ তল্লাশি চালিয়ে পাওয়া যায় চোরাই ছবি৷ ছবিটি নিয়ে মিশর থেকে চম্পট দেওয়ার ঠিক মুখে ধরা পড়ে গিয়ে দুজনেই এখন শ্রীঘরে৷ কিন্তু কিছুক্ষণ পরে জানা যায়, না, সংবাদ ভুল৷ ওই ইটালিয় যুগলের কাছে ভ্যান গখের আসল শিল্পকর্মটি উদ্ধার হয়নি৷

Ausstellungstipps KW 36 9. September 2005
এক্সপ্রেসনিজমের প্রবক্তাদের একজন ছিলেন গখ৷ তাঁরই আঁকা এ ছবি উল্টে যাওয়া আরশোলার৷

কায়রোর মাহমুদ খালিল মিউজিয়াম, যেখান থেকে চুরি গিয়েছে গখের ছবি, একই নামের এক নামজাদা রাজনীতিবিদের নামে তৈরি হয়েছিল সেই ১৯৩০ সালে৷ এই মিউজিয়ামে অষ্টাদশ শতকের গ্রেট মাস্টারসদের কিছু আসল ছবি রয়েছে৷ তার মধ্যে গখ ছাড়াও রয়েছেন ক্লদ মনে, অগুস্ত রেনোয়া প্রমুখ৷ গত বছরে এই মিউজিয়ামের সংগ্রহ থেকে চুরি হয়ে গিয়েছিল গত শতকে মিশরের শাসক মোহাম্মেদ ইব্রাহিম পাশার দশখানা ‘অরিজিনাল'৷ সেগুলোকে অবশ্য দিনদশেক পর মিউজিয়ামেরই ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়৷

অষ্টাদশ শতকের খেয়ালী কিন্তু অসামান্য প্রতিভাধর শিল্পী ভ্যান গখের যে ছবিটি চুরি গিয়েছে, সেটিতে গখের বিশেষত্ব উজ্জ্বল হলুদ রঙের ফুলের মেলা৷ নিজেকে নিজের বন্দুক দিয়ে গুলি করে আত্মহত্যা করার বছর তিনেক আগে ১৮৮৭ সালে গখ এই ছবিটি এঁকেছিলেন৷ এছাড়াও গখের আরও কয়েকটি অমূল্য শিল্পকর্ম রয়েছে কায়রোর এই মাহমুদ খালিল মিউজিয়ামে৷ এখন এই ছবি কোথায় গেল তা কিছুই বোঝা যাচ্ছে না৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : আরাফাতুল ইসলাম