1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মঙ্গা নিয়ে হাজার কোটি টাকার প্রকল্পেও সুফল মিলছে না

৩০ এপ্রিল ২০১০

সার্ক শীর্ষ সম্মেলেনের ফাঁকেই বৈঠকে মিলিত হয়েছেন ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী৷ অন্যদিকে মঙ্গা আক্রান্ত মানুষদের দুর্দশা লেগেই আছে৷ এরই মাঝে আবার রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে হাজির মার্কিন রাষ্ট্রদূত৷

https://p.dw.com/p/NAUJ
ভুটানে সার্ক শীর্ষ সম্মেলনছবি: AP

আলোচনায় সার্ক শীর্ষ সম্মেলন

শুক্রবারও সংবাদপত্রগুলোর আলোচনার বিষয় সার্ক শীর্ষ সম্মেলন৷ দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘সার্ক অঞ্চলের জনগণের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার'৷ সার্ক সম্মেলনের এক ফাঁকে বৃহস্পতিবার বৈঠকে মিলিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ ইত্তেফাক দুই নেতার এই বৈঠককে গুরুত্ব দিয়ে বলছে, দক্ষিণ এশিয়ার ১৬০ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ ও ভারত৷ একইসঙ্গে গত জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে যেসব চুক্তি স্বাক্ষর করেছিলেন তার বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে৷

দৈনিক কালের কণ্ঠ মূল প্রতিবেদন করেছে সার্ক নিয়ে৷ শিরোনাম, ‘ দিল্লি চুক্তি বাস্তবায়নে মতৈক্য'৷ হাসিনা-মনমোহনের এই বৈঠকে আরেকটি মজার বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ সেটি হচ্ছে, সুন্দরবন৷ প্রাকৃতিক সপ্তাশ্চর্যের চূড়ান্ত তালিকায় সুন্দরবনকে নিয়ে যেতে চেষ্টা করছেন দুই দেশের সাধারণ মানুষ৷ কিন্তু সুন্দরবনকে চূড়ান্ত তালিকায় নিতে হলে ভারত এবং বাংলাদেশ - উভয় দেশকেই আনুষ্ঠানিকভাবে সম্মতি জানাতে হবে৷ এই বিষয়টিতেও ঐকমত্যে পৌঁছেছেন দুই প্রধানমন্ত্রী৷

উত্তরবঙ্গে মঙ্গা

দৈনিক প্রথম আলো বিশেষ প্রতিবেদন করেছে মঙ্গা নিয়ে৷ শিরোনাম, ‘মঙ্গায় টিঁকে থাকার নিরন্তর লড়াই'৷ পত্রিকাটির দাবি, মঙ্গা পীড়িত মানুষদের নিয়ে সরকারি-বেসরকারি অনেক কর্মসূচী থাকলেও অতিদারিদ্র থেকে মুক্তি মিলছে না তাদের৷ শুধু তাই নয়, কুড়িগ্রাম জেলায় মঙ্গায় আক্রান্ত প্রায় পৌনে দুই লাখ পরিবার আছে৷ কিন্তু এই জনগোষ্ঠীর একটি বড় অংশ মঙ্গা কবলিত হওয়া সত্ত্বেও কোন সুযোগ সুবিধা পাচ্ছে না৷

রোহিঙ্গা শরণার্থীরা মাঝে মার্কিন রাষ্ট্রদূত

আসলে প্রতিদিনই কোন না কোন পত্রিকা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে৷ শুক্রবার দৈনিক যুগান্তর জানাচ্ছে, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়াটিসহ আট কূটনীতিক গতকাল রোহিঙ্গা শরণার্থীদের একটি ক্যাম্প পরিদর্শনে যান৷ রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতেই তাঁদের এই সফর৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী