1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মডেল বিমান দিয়ে আক্রমণ!

২৭ জুন ২০১৩

মঙ্গলবার জার্মান পুলিশ সেই সন্দেহে দু’টি রাজ্যে বিভিন্ন বসতবাড়িতে তল্লাসি চালিয়েছে, যদিও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ তবে দু’জন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে বলে প্রকাশ৷ তারা দৃশ্যত তিউনিশীয় বংশোদ্ভূত৷

https://p.dw.com/p/18x1M
Zu Artikel Aus der Vogelperspektive Flugzeuge , motorflugzeug , mobilität , freizeit , flieger , H , modellflugzeug , transportmittel , transport , luftfahrzeuge , mobiler , fliegen , mobiles , mel , luftverkehr , luftfahrzeug , mobil , reisen , flugzeuge , flugzeug , hobby , flüge , Flugzeug , h , flug , wolken , am , Transport , mobile
ছবি: picture-alliance/chromorange

সন্দেহভাজন দু'জন পুরুষ নাকি মডেল বিমান বা এয়ারোপ্লেন বানানোর জিনিসপত্র সংগ্রহ করছিল৷ মডেল এয়ারোপ্লেন ব্যবহার করে সন্ত্রাসী আক্রমণের প্রচেষ্টা যে হতে পারে, এ নিয়ে জল্পনা-কল্পনা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, বিশেষ করে নিরাপত্তা মহলে৷ কিন্তু সেজন্য যে বাডেন-ভ্যুর্টেমব্যার্গ ও বাভারিয়া রাজ্যে ৫০ জন পুলিশ মিলে ন'টি ফ্ল্যাটে খানাতল্লাসি চালাবে, ব্যাপারটা কোনোদিন এত দূর গড়ায়নি৷

পুলিশদের মধ্যে নাকি স্পেশাল কমান্ডোর লোকজনও ছিল৷ মোটামুটি স্টুটগার্টের আশেপাশেই সন্ধান চলেছে, বলে পুলিশ জানিয়েছে৷ দু'টি সরকারি বেতারকেন্দ্রের খবর অনুযায়ী এছাড়া বাভারিয়ার ডাখাউ ও মিউনিখে খানাতল্লাসি চালানো হয়৷ সন্দেহভাজন দু'জন নাকি কালো টাকাকে সাদা টাকা করার ব্যাপারেও জড়িত ছিল৷ মতাদর্শ অনুযায়ী তাদের জার্মানে ‘জিহাদি' বলে চিহ্নিত করা হয়ে থাকে৷ তল্লাসি করা কয়েকটি ফ্ল্যাটে আগ্নেয়াস্ত্র থাকতে পারে, এই সন্দেহে রাজ্য পুলিশ নিজে সেখানে প্রবেশ করার চেষ্টা না করে, স্পেশাল কমান্ডোদের ডেকে পাঠিয়েছে৷

Silhouette of soldier with rifle soldier; iraq; iraqi; rebel; islam; afghanistan; afghan; silhouette; sunset; islamic; men; religion; jihad; rifle; war; warrior; armed; terror; terrorism; terrorist; army; civil; clothing; colony; conflict; defend; dusk; enemy; fighter; firearm; forces; gun; guns; military; muslim; people; violence; weapons; soldier; iraq; iraqi; rebel; islam; afghanistan; afghan; silhouette; sunset; islamic; men; religion; jihad; rifle; war; warrior; armed; terror; terrorism; terrorist; army; civil; clothing; colony; conflict; defend; dusk; enemy; fighter; firearm; forces; gun; guns; military; muslim; people; violence; weapons
সন্দেহভাজন দু'জন দৃশ্যত তিউনিশীয় বংশোদ্ভূত পুরুষ (প্রতীকী ছবি)ছবি: Fotolia/Oleg Zabielin

ভবিষ্যতের যুদ্ধ কিংবা সন্ত্রাস

খবরটা সংক্ষিপ্ত হলেও, তাৎপর্যপূর্ণ৷ ড্রোন বা চালকবিহীন বিমান এখন আধুনিক সমরাস্ত্রে পরিণত হতে চলেছে৷ পাকিস্তানের সীমান্ত অঞ্চলে ইসলামপন্থি সন্ত্রাসীদের বিরুদ্ধে মার্কিন ড্রোনের ব্যবহার তার একটা চরম নিদর্শন৷ বড় মাপের রকেটবাহী ড্রোন, যেগুলির পাল্লাও বেশি, সে ধরনের ড্রোন তৈরির প্রযুক্তিতে ইসরায়েলের মতো দেশ এগিয়ে থাকলেও, জার্মানিতে মাঝারি শিল্পের একাধিক সংস্থা ছোট ছোট ড্রোন তৈরিতে বিশেষ প্রগতি অর্জন করেছে – সাম্প্রতিক বিমান প্রদর্শনীগুলিতে যে ধরনের ড্রোন চাঞ্চল্যের সৃষ্টি করেছে৷

এই ধরনের ড্রোন ওভারহেড বৈদ্যুতিক তার পরীক্ষা থেকে শুরু করে আকাশ থেকে ছবি তোলা, সব কাজেই প্রযোজ্য এবং ইতিমধ্যেই প্রয়োজিত হচ্ছে৷ খোদ পুলিশ এই ধরনের ড্রোন ব্যবহার করে বড় বড় ফুটবল খেলার সময় স্টেডিয়ামের ওপর নজর রাখে৷ এর মধ্যে কিছু ড্রোনের সাইজ একটি মডেল এয়ারোপ্লেনের চেয়ে খুব বেশি নয়৷ মডেল এয়ারোপ্লেনও চালানো হয় কনসোল হাতে, বেতার সংকেতের সাহায্যে৷ কাজেই কোনো না কোনো সময় যে সন্ত্রাসবাদীরাও সরাসরি মডেল এয়ারোপ্লেন ব্যবহার করে আক্রমণ চালানোর কথা ভাবতে পারে, তা-তে আশ্চর্যের কিছু নেই৷

আশ্চর্য নেই, তবে ভয় আছে, কেননা মডেল এয়ারোপ্লেন তৈরি করার মতো একটি নির্দোষ, নিরীহ হবি বা নেশাকে তো আর নিষিদ্ধ করা চলে না৷ আপাতত মডেল এয়ারোপ্লেন দিয়ে আক্রমণের সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট করার জন্য পূর্বাভাগে পুলিশি নজরদারি ছাড়া দৃশ্যত আর কোনো উপায় নেই৷

এসি/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য