1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মতলববাজরা সাধারণ মানুষকে উস্কে দিচ্ছে: বিমান সচিব

২ ফেব্রুয়ারি ২০১১

একশ্রেনীর মতলববাজ আড়িয়ল বিলে বিমানবন্দর স্থাপনের বিরুদ্ধে সেখানকার সাধারণ মানুষকে উস্কে দিচ্ছে বলে দাবি করেছেন বিমান সচিব শফিক আলম মেহেদী৷

https://p.dw.com/p/108nd
নতুন বিমানবন্দর তৈরি নিয়েই যত বিরোধ (ফাইল ফটো)ছবি: picture alliance/dpa

তাঁর দাবি, আড়িয়ল বিলে বিমানবন্দর হলে পরিবেশের ক্ষতি হবে সবচেয়ে কম ৷ আর যারা উচ্ছেদ হবেন, তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া হবে৷ কিন্তু বিলের অবৈধ দখলদার জোতদাররা ক্ষতিপূরণ পাবে না৷

আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন নিয়ে মুন্সিগঞ্জর ওই এলাকা এখন উত্তপ্ত৷ সেখানে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন৷ আর মামলা হয়েছে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াসহ কয়েকহাজার ব্যক্তির বিরুদ্ধে৷ বিএনপি আড়িয়ল বিলে বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে৷ বিমানবন্দর নির্মাণ পরিকল্পনার সঙ্গে যুক্ত নীতি নির্ধারকদের একজন বিমান সচিব শফিক আলম মেহেদী৷ তিনি ডয়চে ভেলেকে জানিয়েছেন, এক শ্রেণীর মতলব বাজ মানুষ সাধারণ মানুষকে উস্কে দিচ্ছে৷ তারা অবৈধভাবে আড়িয়ল বিল দখল করে আছে৷

আড়িয়ল বিলে বিমানবন্দর হলে ওই এলাকার অধিবাসীরা উচ্ছেদ হবেন ভিটে-মাটি থেকে৷ তাদের জীবিকার কোন উপায় থাকবেনা৷ বিমান সচিব এর জবাবে বলেন, যারা উচ্ছেদ হবেন তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া হবে৷ আর বিমানবন্দরকে কেন্দ্র করে যে অর্থনীতিক জোন হবে তাতে তাদের কর্মসংস্থান হবে৷

বিমান সচিব পরিবেশের ক্ষতির কথা স্বীকার করলেও তার দাবি আরিয়ল বিলে বিমান বন্দর করা হলে ক্ষতি সবচেয়ে কম হবে৷

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরকে পুরোপুরি ব্যবহার না করে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ বছর পর এই বিমান বন্দর চাহিদা মেটাতে পারবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন