1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যপ্রাচ্য শান্তি সমাধান সম্ভবত যে তিমিরে, সেই তিমিরেই

১৫ সেপ্টেম্বর ২০১০

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বুধবার মিশরের শর্ম এল শেখ-এ দ্বিতীয় দফার বৈঠকে মিলিত হলেও, তাঁদের আলোচনায় এখনো পর্যন্ত কোন সুস্পষ্ট অগ্রগতি হয়নি৷

https://p.dw.com/p/PCqm
হিলারি ক্লিনটনের সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং বেনইয়ামিন নেতানিয়াহুছবি: DW-Montage/AP/picture-alliance/dpa

মঙ্গলবারের ব্যর্থ বৈঠকের পর কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বক্তব্যে ফুটে উঠেছিল যে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই শান্তি প্রক্রিয়ার আশু সমাধানে সম্ভবত দু'পক্ষই মতৈক্যে পৌঁছুতে যাচ্ছে৷

শান্তি প্রক্রিয়ার লক্ষ্য আর আলোচনার টেবিলে সমাধানের জন্য যে বিষয়গুলো ছিলো এর মধ্যে- পড়ে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ স্থগিত করা সহ স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের স্থাপনা, ইহুদি রাষ্ট্র হিসেবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গ্রহণযোগ্যতা আর ষাটের দশকে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মালিকানা নির্ধারণ৷

উল্লেখ্য, আগামী ২৬শে সেপ্টেম্বর বসতি সম্প্রসারণ স্থগিত রাখার সময়সীমাটি শেষ হয়ে যাচ্ছে৷ আর সে কারণেই আলোচনা ভেস্তে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ মধ্যপ্রাচ্যে বিশেষ মার্কিন দূত জর্জ মিচেল মঙ্গলবারের বৈঠক সম্পর্কে জানান, ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে শান্তি চুক্তি বছরখানেকের মধ্যেই সম্পাদিত হবে বলে আশা করছেন তিনি৷

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বিবরণ অনুযায়ী নেতানিয়াহু আগামী সপ্তাহের শুরুর দিকে ওয়াশিংটন যাত্রা করতে পারেন৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: দেবারতি গুহ