1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্ত্রীর মেয়ের ঝলমলে বিয়ে

১৩ সেপ্টেম্বর ২০১৭

বিয়ে এখনো উপমহাদেশের বড় এক সামাজিক উৎসব৷ পরিবার, বন্ধু, সহকর্মীদের একসাথে জড়ো করে আনন্দ, উল্লাস, হৈ-হুল্লোড়ে মেতে উঠতে চান সবাই৷ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এমনই এক বিয়ের অনুষ্ঠান নজরে এসেছে সবার৷

https://p.dw.com/p/2jr1K
ছবি: youtube.com

বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও শাহীন আখতার দম্পতির একমাত্র মেয়ে সুপ্রভা তাসনিমের বিয়ের কথা বলছি৷ অভিনেতা ও সংস্কৃতিকর্মী হিসেবে আসাদুজ্জামান নূরের সুখ্যাতি তো আর নতুন নয়, সেই সাথে যোগ হয়েছে রাজনৈতিক ইমেজও৷ ফলে পরিবারের বাইরেও মন্ত্রীকন্যার বিয়েতে রাজনীতিবিদ ও শোবিজ তারকারাদের আলো ঝলমলে উপস্থিতি বিরাট এক মিলনমেলা আর আনন্দ-উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল৷

ফটোগ্রাফি ও সিনোমাটোগ্রাফি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ড্রিম ওয়েভার’-এর তৈরি করা প্রায় তিন মিনিটের এই ভিডিওটিতে দেখা যায়, ব্রিটিশ নাগরিক টিমোথি স্টিফেন গ্রীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মন্ত্রীকন্যা৷ ভিডিওতে দেখা মিললো ব্রিটিশ দম্পতি প্যাট্রিসিয়া ও ক্রিস্টেফার গ্রীনকেও৷

৮ই সেপ্টেম্বর বিয়ে হলেও এটি মূলত তার দুই দিন আগে অনুষ্ঠিত গায়ে হলুদ অনুষ্ঠানের ভিডিও৷ পুরো আনুষ্ঠানিকতায় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে হাস্যোজ্জ্বল দেখা গেছে আসাদুজ্জামান নূরকে৷ অনুষ্ঠানে উপস্থিত উচ্ছ্বল তরুণ-তরুণীদের সাথে নাচে গানে তালও দিতে দেখা গেছে তাঁকে৷ এটিই মনে হয় এই ভিডিওর সবচেয়ে উল্লেখযোগ্য দিক৷ কারণ, বাংলাদেশের সামাজিক বাস্তবতায় ছেলে-মেয়ের বিয়ের অনুষ্ঠানে এখনও পর্যন্ত বাবা-মায়ের নাচ গানের দৃশ্য খুব একটা নজরে পড়ে না৷

শুধু তাই নয়, বিয়ের পাত্র-কন্যাকেও দেখা গেছে হাসিখুশি৷ তাঁরাও নেচেছেন৷ বিশেষত পাত্র টিমথি স্টিফেন গ্রীনের উল্লাস প্রকাশ ছিল নজরকাড়া৷ উজ্জ্বল রংয়ের বাংলাদেশি সাজপোশাকে ছিলেন বিয়ে অনুষ্ঠানের সবাই৷ বাংলাদেশি কায়দায় ব্রিটিশ নাগরিকদের এভাবে বিয়ে অনুষ্ঠান উদযাপন তাই নজর কেড়েছে সবার৷

এএম/এসিবি