1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাজোট সরকারের ২ বছর: রাজনীতি আরো সাংঘর্ষিক হয়েছে

৬ জানুয়ারি ২০১১

বাংলাদেশে ২০০৮’এর ২৯শে ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়৷ ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে শপথ নেয় মহাজোট সরকার৷ সরকারের এই দুই বছরে সফলতা আর ব্যর্থতা কোথায়?

https://p.dw.com/p/zuOv
Bangladesh, Awami League, Sheikh Hasina
শেখ হাসিনা (ফাইল ফটো)ছবি: Picture-alliance/dpa

যে বিষয়টি বাংলাদেশের সাধারণ মানুষসহ সুশীল সমাজকে ভাবায় তা হল রাজনৈতিক সংস্কৃতি৷ তাতে কোন পরিবর্তন আসেনি৷ কার্যকর হয়নি সংসদ৷ বরং তারা মনে করেন, রাজনীতি আরো সাংঘর্ষিক হয়েছে৷

ওয়ান ইলেভেনের পর দেশের মানুষ গণতান্ত্রিক অগ্রযাত্রার যে স্বপ্ন দেখেছিল, স্বপ্ন দেখেছিল কার্যকর সংসদের তা কতটুকু সফল হয়েছে? জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী দলকে সংসদে কথা বলতে দিচ্ছেনা৷ আর একটার পর একটা মামলা করে বিরোধী দলকে নির্মূল করতে চাইছে যা সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি করছে৷

জবাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের অবস্থা হয়েছে যারে দেখতে নারি তার চলন বাকা৷ বিরোধী দল সরকারি দলের বিরুদ্ধে সব কিছু করছে অন্ধ আক্রোশে৷

তবে বিশ্লেষকরা মনে করেন, রাজনীতির এই অবস্থার জন্য শুধু সরকারি দল নয়, দায় রয়েছে বিরোধী দলেরও৷ অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, প্রথমত বিরোধী দল সংসদে না গিয়ে সংসদসকে অকার্যকর করেছে৷ আর দ্বিতীয়ত, সরকারি দল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার কারণে সংসদে আইন প্রণয়নে বিরোধী দলকে গুরুত্ব দিচ্ছেনা৷

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, রাজনীতি আগের চেয়ে আরো সাংঘর্ষিক হয়ছে৷ এর প্রধান কারণ অসহিষ্ণুতা৷ এক দল আরেক দলকে সহ্য করতে পারেনা৷ পরমতের গুরুত্ব দেয়না কেউ৷

তবে এর বাইরে বিডিআর বিদ্রোহ দমন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসি কার্যকর, যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল গঠন, নতুন শিক্ষানীতি, কৃষিতে ভর্তুকি এসব বিষয়ে সরকার সাফল্যের দাবিদার৷ শেয়ার বাজারের অস্থিরতা বাদ দিলে অর্থনীতির ভাল দিক রয়েছে৷ বিশ্বমন্দাকে সফলভাবে সামলিয়েছে সরকার৷ প্রতিকুল অবস্থায়ও তৈরি পোশাক শিল্প এগিয়ে গেছে৷

কিন্তু বিদ্যুত ও গ্যাসসহ জ্বালানি সংকট এখনো কাটেনি৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতিও আশানুরূপ নয়৷ আর লাগাম টেনে ধরা যায়নি দ্রব্যমূল্যের৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক