1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাজোট সরকারের সাফল্য-অসাফল্যের খতিয়ান

৬ জানুয়ারি ২০১১

দু’বছর পার করে তৃতীয় বছরে পা রাখল মহাজোট সরকার৷ সেই দু’বছরের কর্মকাণ্ডের একটি খতিয়ান দেবার প্রচেষ্টা করেছে বাংলাদেশের প্রায় সব পত্রপত্রিকা৷

https://p.dw.com/p/zu57
দু’বছর আগে নির্বাচনী প্রচার অভিযানে শেখ হাসিনাছবি: Picture-alliance/dpa

ভোরের কাগজ'এর ভাষায় বলতে গেলে: ‘‘সাফল্যের পাল্লাই ভারী; রয়েছে ব্যর্থতাও৷'' পত্রিকাটির মতে শেখ হাসিনার সরকারের ‘‘প্রধান সাফল্য সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে এসে দেশকে অসাম্প্রদায়িকতার দিকে নিয়ে যাওয়া''৷ সেই সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ন'জন খুনির মধ্যে পাঁচজনের ফাঁসি কার্যকরি করা৷ নেতিবাচক দিকে পড়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থতা, জাতীয় সংসদের বিরোধী-হারা অবস্থা, বিদ্যুৎ ও গ্যাস সংকট, অব্যাহত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগের নামে বেপরোয়া সন্ত্রাস ও টেন্ডারবাজি, ইত্যাদি৷

অন্যদের সুরও অনুরূপ৷ সমকাল লিখছে: ‘‘সরকারের সাফল্যের পাল্লা কিছুটা ভারী হলেও ব্যর্থতা মোটেই দুর্নিরীক্ষ্য নয়''৷ তবে ‘‘সাধারণ মানুষদের ধারণা, সরকার ঝড়ের মুখে থেকেও নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় আন্তরিক''৷ জনকণ্ঠ যোগ করেছে: ‘‘মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ব্যবধান রয়েছে৷ তবে তা দুস্তর নয়৷'' আর প্রথম আলো এক পেশাদার জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানকে দিয়ে জনমত সমীক্ষা করিয়ে দেখেছে যে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে, যদিও তারা এখনও শীর্ষে৷

বিতর্কের মুখে মুহাম্মদ ইউনূস

Dr Muhammad Yunus
গতমাসে একটি সাংবাদিক সম্মেলনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসছবি: DW

গ্রামীণ ব্যাংকের আয়কর থেকে ছাড় পাওয়া ঘুচতে চলেছে৷ এবং সেই সঙ্গে চলেছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে আলোচনা৷ মাস খানেক আগে নরওয়ের সরকারি টেলিভিশনে ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের তহবিল থেকে কোটি কোটি ডলার নিয়ম বহির্ভূতভাবে অন্য তহবিলে সরানোর অভিযোগ যাবৎ প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের নেতারা এ'প্রসঙ্গে যে ধরণের মন্তব্য করেছেন, বিএনপি তার সমালোচনা করেছে৷ সরকার নাকি দেশের গুণী ও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বলেছেন বিএনপি'র সিনিয়ার যুগ্মমহাসচিব ফখরুল ইসলাম আলমগীর৷ অপরদিকে ভোরের কাগজ চট্টগ্রামের প্যাকেজেস কর্পোরেশন নামের একটি প্যাকেজিং প্রতিষ্ঠানের সঙ্গে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা চুক্তি, ও তা'তে ইউনূসের ভূমিকা নিয়ে একটি বড় প্রতিবেদন ছেপেছে৷

মালয়েশিয়া ও অবৈধ বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়া অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি শ্রমিকদের ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে৷ আগামীতে কি হবে, সে বিষয়টাও কিছু কম গুরুত্বপূর্ণ নয়৷ সমকালের খবর অনুযায়ী, আগামী জুন মাসেই আবার মালয়েশিয়ায় জনশক্তি রফতানি শুরু হওয়ার সম্ভাবনা আছে৷ তবে এবার রিক্রুটিং বেসরকারি এজেন্সিগুলির হাতে না থেকে, সরকারি প্রতিষ্ঠানের হাতে থাকবে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য