1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাশূন্যে মোবাইল ফোন

২৬ জানুয়ারি ২০১১

মহাশূন্যে মোবাইল ফোন প্রতিস্থাপনের পরিকল্পনা করছে ব্রিটিশ প্রকৌশলীরা৷ গিলফোর্ডের সারে স্যাটেলাইট টেকনোলজি লিমিটেডের বিজ্ঞানীরা বলছেন, মহাকাশে মোবাইল ফোন কাজ করবে কিনা তা পরীক্ষা করে দেখতে চান৷

https://p.dw.com/p/103E1
মহাশূন্যে মোবাইল ফোন প্রতিস্থাপনের পরিকল্পনাছবি: Samsung

আর কাজ করলে এটিকে মহাকাশে নিয়ে গবেষণার কাজে লাগাতে চান তাঁরা৷ গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে ফোনটিতে৷ কিন্তু প্রকৃতপক্ষে কোন মডেলটি ব্যবহার করা হবে তা এখনও প্রকাশ করা হয়নি৷ ত্রিশ সেন্টিমিটার লম্বা কৃত্রিম উপগ্রহকে নিয়ন্ত্রণ এবং পৃথিবীর ছবি নেওয়ার জন্য এটি ব্যবহার করা হবে৷

এসএসটিএল এর প্রকল্প ব্যবস্থাপক শন কেনিয়ন বলেন, আধুনিক স্মার্ট ফোন এত সুন্দর যে তা এক বিস্ময়৷ প্রথমে আমরা দেখতে চাই, সেখানে ফোন কাজ করে কিনা? যদি সেখানে কাজ করে তাহলে সেটি স্যাটেলাইটকেও নিয়ন্ত্রণ করতে পারবে৷

Ying und Yang - BdT
মহাশূন্যে মোবাইল ফোনটিকে রাখা হবে কৃত্রিম উপগ্রহের একটি আচ্ছাদনের মধ্যেছবি: AP

এই মিশনের নাম স্ট্রান্ড-১৷ সারে স্পেস সেন্টারের গবেষক এবং দু'টি কোম্পানি সম্মিলিতভাবে এই মিশনটি চালাবে৷ ইতিমধ্যেই এই দলের বিজ্ঞানীরা এগিয়ে ফেলেছেন অনেকটা কাজ৷ কেনিয়ন বলছেন, আমরা স্যাটেলাইটে অন্য একটি ক্যামেরা বসাতে চাচ্ছি৷ যাতে করে আমরা ফোনের একটা ছবি তুলতে পারি৷ কারণ আমরা স্ক্রিনটা পরিচালনা করতে চাই এবং কিছু ভালো ছবি চাই৷

মহাশূন্যের তাপমাত্রা এবং রশ্মির বিকিরণ থেকে রক্ষা করার জন্য মোবাইল ফোনটিকে রাখা হবে কৃত্রিম উপগ্রহের একটি আচ্ছাদনের মধ্যে৷ তার মধ্য থেকে ফোনের ক্যামেরা যাতে বাইরের ছবি নিতে পারে সেজন্য একটি ছিদ্র রাখা হবে৷ এই ফোনটি নিজে থেকে কল করতে পারবে না৷ এর মেসেজ এবং ছবি ফিরে আসবে স্যাটেলাইট রেডিও লিংকের মাধ্যমে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী