1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেল জ্যাকসনের নতুন অ্যালবাম ‘মাইকেল’

৬ নভেম্বর ২০১০

ভক্তদের জন্য আরো একটি নতুন অ্যালবাম আসছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের৷ অ্যালবামটিতে থাকা গানগুলো আগে কেউ কখনো শোনেনি বলেই দাবি করছে এটির প্রকাশনা সংস্থা৷

https://p.dw.com/p/Q0Xf
পপ, তারকা, মাইকেল, জ্যাকসন Michael, Jackson,
প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসন (ফাইল ছবি)ছবি: AP

প্রয়াত শিল্পীর উত্তরাধিকারীরা ‘এপিক রেকর্ডস' এর সাথে যৌথভাবে প্রকাশ করতে যাচ্ছেন এই অ্যালবাম৷ এটির নাম দেয়া হচ্ছে ‘মাইকেল'৷ ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে নতুন অ্যালবামের মোড়ক৷ এই মোড়কটি ২০০৯ সালে চিত্রায়িত করেছেন প্রখ্যাত আঁকিয়ে কাদির নেলসন৷ কাদির মোড়কটি এমনভাবে তৈরি করেছেন যা আমাদের নিয়ে যাবে জ্যাকসনের জীবদ্দশার কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং ব্যক্তিত্বের কাছাকাছি, বলছে প্রকাশনা সংস্থা এপিক৷

জ্যাকসনের ওয়েবসাইটে এপিক কর্তৃপক্ষ লিখেছেন, ‘‘পপ সম্রাট তাঁর নতুন অ্যালবামের জন্য বেশ আগে থেকেই পরিকল্পনা করছিলেন৷ তাঁর সৃষ্টিশীল প্রক্রিয়া কখনই বন্ধ হবার নয়৷'' এপিক জানিয়েছে, ‘‘বিশ্বজুড়ে অগণিত ভক্তের চোখের আড়ালেই তিনি নিউজার্সির বন্ধুর বাড়ি থেকে শুরু করে লাস ভেগাস এবং লস অ্যাঞ্জেলেসের স্টুডিও পর্যন্ত সব জায়গায় গান লিখতেন আর রেকর্ড করতেন৷''

‘মাইকেল' নামের এই অ্যালবামটিতে থাকা গানগুলোর সাথে সাথে তুলে ধরা হবে এমন সব অভাবনীয় কাহিনী যেগুলো থেকে ভক্তরা জানতে পারবেন কিভাবে কাজ করতেন তাদের এই প্রিয় শিল্পী৷ জ্যাকসন তাঁর মৃত্যুর আগে খুব সম্প্রতি যেসব গান লিখেছেন এবং গেয়েছেন সেগুলোই থাকছে এই অ্যালবামে৷

প্রসঙ্গত, গত বছর প্রয়াত পপ সম্রাটকে নিয়ে প্রকাশিত হয়েছে ছবি ‘দিস ইজ ইট'৷ গত বছরের জুন মাসে মৃত্যুর আগে জ্যাকসন লন্ডন কনসার্টের জন্য কিভাবে অনুশীলন করছিলেন সেসব দৃশ্য রয়েছে ছবিটিতে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান