1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেটপ্রেমী নাদেলা

৬ ফেব্রুয়ারি ২০১৪

খেলেছেন স্কুল ক্রিকেট৷ সেখান থেকে শিখেছেন টিমওয়ার্ক আর নেতৃত্বের গুণাবলী৷ সেটাই কাজে লাগিয়ে এবার মাইক্রোসফটের সুনাম ফিরিয়ে আনতে চেষ্টা করবেন সত্যিয়া নাদেলা৷

https://p.dw.com/p/1B3Ge
Satya Nadella CEO Microsoft Archiv 30.01.2014
ছবি: Reuters/Microsoft

সম্ভাব্য প্রায় একশো প্রার্থীর মধ্য থেকে ভারতে জন্ম নেয়া নাদেলাকেই প্রধান নির্বাহী হিসেবে বেছে নিয়েছে বিল গেটসের মাইক্রোসফট৷

নাদেলাকে নতুন দায়িত্বে স্বাগত জানিয়ে বিল গেটস এক ভিডিও বার্তায় বলেন, ‘‘মোবাইল কম্পিউটিং আর ক্লাউডের যুগে মাইক্রোসফটকে এগিয়ে নিতে সত্যিয়ার সঠিক ব্যাকগ্রাউন্ড রয়েছে৷'' উল্লেখ্য, প্রধান নির্বাহী হওয়ার আগে নাদেলা মাইক্রোসফটের ‘ক্লাউড অ্যান্ড এন্টারপ্রাইজ' বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন৷ ১৯৯২ সালে তিনি মাইক্রোসফটে কাজ শুরু করেছিলেন৷

দায়িত্ব নেয়ার পর এক সাক্ষাৎকারে নাদেলা বলেন, ‘‘আমি সম্মানিত, এবং একইসঙ্গে বিনয় ও উৎসাহ বোধ করছি৷''

Satya Nadella Microsoft
ভারতে জন্ম নেয়া নাদেলাকে প্রধান নির্বাহী হিসেবে বেছে নিয়েছে মাইক্রোসফটছবি: Brian Smale/Microsoft/dpa

ভারতের হায়দ্রাবাদের নাদেলা সেখানকার একটি স্কুল থেকে পড়াশোনা শেষ করে মনিপাল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেন৷ এরপর তিনি পাড়ি জমান অ্যামেরিকায়৷ সেখানে মাস্টার্স করার পাশাপাশি এমবিএ-ও করেন নাদেলা৷ স্কুলে পড়ার সময় তিনি স্কুল দলের হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেন৷ বার্তা সংস্থা এএফপি লিখেছে, নাদেলা খেলা থেকে টিমওয়ার্ক আর নেতৃত্বের গুণাবলী শিখেছেন বলে জানিয়েছেন৷

কঠিন দায়িত্ব

বিল গেটস যেমনটা বলেছেন বর্তমান যুগটা হচ্ছে মোবাইল আর ক্লাউডের৷ তিনি অনেক আগে বিষয়টা উপলব্ধি করতে পারলেও তাঁর কোম্পানি এক্ষেত্রে অন্যান্য কোম্পানির সঙ্গে পাল্লা দিতে পারেনি বলে মনে করেন বিশ্লেষকরা৷ এই অবস্থা থেকে বের হয়ে মাইক্রোসফটকে আবারও প্রতিযোগিতায় নিয়ে আসাটাই হবে নাদেলার চ্যালেঞ্জ৷ তিনি যে এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত সেটা সাক্ষাৎকারেই বুঝিয়ে দিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘আমরা ক্লাউড-ফার্স্ট, মোবাইল-ফার্স্ট যুগে বাস করছি৷'' কোম্পানির সারফেস ট্যাবলেট, ভিডিও গেম কনসোল এক্সবক্স আর উইন্ডোজ চালিত মোবাইল ফোনের প্রতি ব্যবহারকারীদের আগ্রহী করে তোলার পরিকল্পনার কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন নাদেলা৷

এএফপি জানিয়েছে, নাদেলার নিয়োগের খবরের পর তারা যত বিশ্লেষকের সঙ্গে যোগাযোগ করেছে তাঁরা সবাই বলেছে যে, মাইক্রোসফটকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো দক্ষতা আর ক্ষমতা আছে নাদেলার৷

জেডএইচ / ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য