1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাঠ পর্যায়ে পৌঁছাতে বিএনপিতে উদ্যোগ

২ এপ্রিল ২০১১

আন্দোলনের মাঠ গরম করতে বিএনপিকে চাঙ্গা করার উদ্যোগ নেয়া হচ্ছে৷ সাংগঠনিক সম্পাদকরা ইতোমধ্যেই দলের সাংগঠনিক অবস্থার রিপোর্ট তৈরি করছেন৷

https://p.dw.com/p/10mEP
বিএপি-কে চাঙ্গা করার নতুন উদ্যোগ শুরু হচ্ছেছবি: Mustafiz Mamun

সৌদি আরব থেকে ফিরে এমাসেই দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সাংগঠনিক সম্পাদক, যুগ্ম মহাসচিব, ভাইস প্রেসিডেন্ট এবং স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন৷

আন্দোলন-সংগ্রামে দলের সিনিয়র নেতাদের মাঠে উপস্থিতি কর্মীদের চাঙ্গা করে৷ বিএনপিতে এর ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে৷ তাই সামনের দিনগুলোতে সরকার বিরোধী কর্মসূচি চলাকালে সিনিয়র নেতারা যাতে মাঠে থাকেন, তার ব্যবস্থা নেয়া প্রয়োজন৷ বিশেষ করে স্থায়ী কমিটির সদস্যদের মাঠে থাকা খুবই প্রয়োজন৷ যেমন বললেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী৷ আরেকজন সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সারোয়ার মনে করেন, জেলা ও মহানগর কমিটিগুলোর পূর্ণাঙ্গ রূপ দিতে হবে৷ শক্তিশালী করতে হবে সহযোগী সংগঠনগুলো৷ আর ছাত্রদলকে শক্তিশালী করতে হবে৷

সারা দেশের সাংগঠনিক পরিস্থিতি দলের চেয়ারপার্সনকে সাংগঠনিক সম্পাদকরা এরই মধ্যে জানিয়েছেন৷ তিনি তাদের সঙ্গে এ নিয়ে কয়েকদফা বৈঠকও করেছেন৷ সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খান জানান, এসব বৈঠকে দলকে কীভাবে তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে৷

এই মাসে খালেদা জিয়া সাংগঠনিক বৈঠকে নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় করার পাশাপাশি আরো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন৷ কেউ কেউ হারাতে পারেন পদ পদবী৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন