1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাত্র ২০ ডলারে বিশ্বকাপের টিকিট!

৭ জুন ২০১০

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র চার দিন বাকি৷ এই অবস্থায় মাত্র ২০ ডলারে টিকিট ছাড়লো ফিফা৷ আর এই টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকার লোকজন৷

https://p.dw.com/p/Njss

তারও আগের খবর, হসপিট্যালিটি প্যাকেজের ৩৮ হাজার টিকিট এবার ফেরত এসেছে৷ এত টিকিট ফেরত আসায় বেশ ঘাবড়ে গিয়েছেন ফিফার কর্মকর্তারা৷ তাই সোমবার থেকে কমমূল্যে এসব টিকিট বিক্রি শুরু হয়েছে৷ প্রতি টিকিটের দাম পড়ছে ২০০ ডলার থেকে ৩০০ ডলার পর্যন্ত, যা দক্ষিণ আফ্রিকার মুদ্রায় ১৪০০ রান্ড থেকে ২১০০ রান্ড পর্যন্ত৷ পর্যবেক্ষকরা বলছেন, বিশ্বজুড়ে যে আর্থিক মন্দা চলছে তার কারণেই এবার হসপিট্যালিটি টিকিট বিক্রিতে মার খেয়েছে ফিফা৷ হসপিট্যালিটি প্যাকেজের এসব টিকিটে সাধারণ গ্যলারির চেয়ে একটু ভালো গ্যালারিতে বসে খেলা দেখা যাবে, সঙ্গে রয়েছে বিনামূল্যে পানীয়৷ তবে উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল কিংবা ফাইনালের কোন টিকিট বাকি নেই৷ এরপরও বাকি টিকিটগুলো পাওয়ার জন্য এখন বিক্রয় কেন্দ্রগুলোতে নেমেছে মানুষের ভীড়৷

আগেই বলেছি একেবারে শেষ মুহুর্তে মাত্রা ১৪০ রান্ড বা ২০ ডলারে টিকিট ছাড়া হয়েছে৷ এসব টিকিট অন্য টিকিটগুলোর চেয়ে আলাদা৷ সুযোগ সুবিধাও অনেক কম৷ তারপরও এই টিকিট পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে ফুটবল ভক্তরা৷ বিশেষ করে কালোবাজারির এই যুগে এইসব টিকিটের দাম যে টুর্নামেন্ট শুরু হওয়ার পর হু-হু করে বেড়ে যাবে তা যে কেউই বলতে পারে৷ ফিফার টিকিট বিক্রি সংক্রান্ত উপ কমিটির চেয়ারম্যান হর্স্ট শ্মিট এই টিকিট ছাড়ার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, শেষ মুহুর্তে এই টিকিট ছাড়াটা ঠিকই হয়েছে৷

এদিকে, টিকিট পেতে জোহান্সবার্গের টিকিট বিক্রি কেন্দ্রগুলোতে আগের দিন রাত থেকেই মানুষ লাইনে দাঁড়ায়৷ বার্তা সংস্থা ডিপিএ এক ব্যক্তির কথা উল্লেখ করেছে যিনি গত ২৪ ঘন্টা আগে থেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন৷ মূলত যেসব ভেন্যুতে খেলা হচ্ছে সেসব জায়গাগুলোতেই শেষ মুহুর্তে টিকিট ছাড়া হয়েছে৷ উল্লেখ্য, এবারের বিশ্বকাপ উপলক্ষে প্রায় ৩০ লাখ টিকিট ছেড়েছে ফিফা৷ গত সপ্তাহে তারা জানায়, টিকিটের ৯৭ ভাগই বিক্রি হয়ে গেছে৷ কেবল দক্ষিণ আফ্রিকার লোকজনই কিনেছে ১৩ লাখ টিকিট৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার