1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাথাব্যথায় ফি বছর ক্ষতি ১৫৫ বিলিয়ন ইউরো

৫ মে ২০১১

মাথা থাকলে ব্যথা থাকবেই৷ এটা একটা প্রবাদ বাক্য৷ কিন্তু ফি বছর মানুষের এই মাথাব্যথা রোগের কারণে কত ক্ষতি হয় জানেন? সেই প্রশ্নের উত্তর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউ এইচ ও৷

https://p.dw.com/p/119AM
ছবি: Fotolia/Laurin Rinder

পৃথিবীর মোট প্রাপ্তবয়স্ক মানুষের অর্ধেকই ভোগেন এই রোগে৷ রোগের নাম মাথাব্যথা৷ দুই ধরণের মাথাব্যথা৷ এক, মাইগ্রেনজনিত এবং দুই, দুশ্চিন্তাজনিত৷ আর এই দুই ধরণের মাথাব্যথার কারণেই পৃথিবীতে অর্থনৈতিক এবং সামাজিক খাতে খুব ক্ষতি হচ্ছে৷

মাথাব্যথা নিয়ে প্রথমবারের মতো ডব্লিউএইচও সতর্কতা জারি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ জেনেভা থেকে প্রকাশিত ঐ প্রতিবেদনে বলা হয়েছে, এই কারণে যা ক্ষতি হচ্ছে, তা নিরূপণ করা আসলেও শক্ত বিষয়৷

তবুও সেই চেষ্টা চালিয়েছেন এই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা৷ ড. শেখর সাক্সেনা এই প্রতিষ্ঠানের মানসিক স্বাস্থ্য বিভাগের পরিচালক৷ তিনি বলছেন, ‘‘মাথাব্যথা শরীরকে বিশৃঙ্খল করে তোলে এবং ক্রমান্বয়ে তা শরীরের কর্মক্ষমতা হ্রাস করে দেয়৷''

বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এবং অ্যামেরিকাতে প্রতি ৬ জন নারীর মধ্যে একজন মাইগ্রেনের শিকার৷ আর প্রতি ১২ জন পুরুষের মধ্যে একজনের প্রচণ্ড মাথাব্যথা হওয়ায় কর্মক্ষেত্রে হচ্ছে ক্ষতি৷ তাদের হিসাবে, বিশ্বব্যাপী কেবল মাইগ্রেনে আক্রান্ত হওয়া রোগীর মধ্যে ১ দশমিক ৩ শতাংশই পরে পঙ্গুত্ব বরণ করেন৷

এই প্রতিবেদনে কেবল ইউরোপীয় ইউনিয়নের হিসাব উল্লেখ করে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের মাইগ্রেনের ব্যথার কারণে ফি বছর কর্মক্ষেত্রে সব মিলিয়ে ১৯ কোটি দিন ক্ষতি হয়৷ এছাড়া স্কুলগুলোতে নষ্ট হওয়া দিনের সংখ্যাও কম নয়৷ বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাবে এই সব ক্ষতির আর্থিক মূল্যও কিন্তু কম নয়৷ কেবল ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে প্রতি বছর এই রোগের কারণে ক্ষতি হয় ১৫৫ বিলিয়ন ইউরো৷ আর তাই সরকারগুলোকে এ রোগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করেছেন তারা৷ স্বাস্থ্যকর্মীদের এ নিয়ে আরও সচেতন হবার পরামর্শও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক