1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানবাধিকারবাদী ডাক্তার বিনায়ক সেন মামলার রায়দান স্থগিত

৯ ফেব্রুয়ারি ২০১১

ভারতের ছত্তিসগড় রাজ্যের নিম্ন আদালত মানবাধিকারবাদী চিকিৎসক বিনায়ক সেনকে যাবজ্জীবন কারাদণ্ডের যে আদেশ দেন, তার বিরুদ্ধে রাজ্যের হাইকোর্টে আপিল করলে আজ তার রায় স্থগিত রাখা হয়৷

https://p.dw.com/p/10ENL
বন্দি ডাক্তার বিনায়ক সেনছবি: AP

মানবাধিকারবাদী চিকিৎসক বিনায়ক সেনের মুক্তির দাবিতে দেশবিদেশের বিভিন্ন মহল সরব৷ ছত্তিসগড়ে মাওবাদীদের সঙ্গে যোগসাজসের কথিত অভিযোগে ডাক্তার সেনকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেন রাজ্যের দায়রা আদালত৷ এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে আজ তার শুনানির পর রায়দান স্থগিত রাখা হয়৷ মাওবাদীদের হাতে নিহত ছত্তিসগড়ের পুলিশ অফিসারের স্ত্রী রঞ্জনা চৌবে ডাক্তার সেনের জামিনের বিরোধিতা করে বলেন, তাঁকে এবং তাঁর সহ-অভিযুক্তরা জামিন পেলে আবার হামলা হবে৷

বিশ্বের ১২টি রাষ্ট্রের ৪০জন নোবেল পুরস্কার বিজয়ী চিন্তাবিদ সই করে এক আবেদনপত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর কাছে৷ তাঁরা অবিলম্বে ডাক্তার সেনের মুক্তির আর্জি জানিয়েছেন৷ বলেছেন, ভারতীয় আইনের সর্বোচ্চ আদর্শ অনুযায়ী তাঁদের এই আবেদন বিবেচনা করা হবে৷ ডাক্তার সেনকে তাঁরা অভিহিত করেন এক ব্যতিক্রমী সাহসী এবং নিঃস্বার্থ সহকর্মী হিসেবে, যিনি সমাজের দুর্বল ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন৷ এদের মধ্যে আছেন ২০০৯ সালের নোবেল বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ড. ভেঙ্কটরমন রামকৃষ্ণন, ৯৫ সালে নোবেলজয়ী ফ্রান্সের ৯১ বছর বয়সী বিজ্ঞানী ফ্রঁসোয়া জাকব প্রমুখ৷ অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া অধ্যাপক অমর্ত্য সেন এই আবেদনপত্রে সই দেননি৷ বলেছেন বিনায়ক সেনের বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে তিনি প্রথম থেকেই কড়া অবস্থান নিয়েছেন৷ এককভাবেই তিনি এই শাস্তির বিরুদ্ধে দাঁড়াবেন৷ পাশাপাশি গোটা দেশের বুদ্ধিজীবী, শিল্পী ও ছাত্র সমাজ বলেছে, ডাক্তার সেনের এই বিচার প্রাপ্য নয়৷

Jaipur Demonstration
বিনায়ক সেনের মুক্তি দাবি করছে অনেকেছবি: DW

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ডাক্তার সেনের মামলার রায় হবে দৃষ্টান্তমূলক – যার মধ্যে প্রতিফলিত হবে ভারতে ন্যায়বিচার ও মানবাধিকারের প্রকৃত চিত্র৷ যার দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব৷ আন্তর্জাতিক মহল মনে করিয়ে দেন, ১৯২২ সালে মহাত্মা গান্ধীকেও ব্রিটিশ বিচারকের রায়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেল খাটতে হয়৷ ডাক্তার সেন মুক্তি পেলে তা হবে ভারতীয় আইনের পরাকাষ্ঠা৷ নাহলে প্রশ্ন উঠবে ভারতে ন্যায়বিচার ও মানবাধিকার নিয়ে৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে বিনায়ক সেনের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক অভিসন্ধিমূলক৷ ছত্তিশগড়ের আদিবাসী ও জনজাতিদের চিরাচরিত বাসভূমি থেকে উৎখাত করে সেখানে খনন করা হচ্ছে খনি ও অন্যান্য প্রকল্প৷ বাস্তুচ্যুত হয়েছে ৩০ হাজার আদিবাসী৷ মারা গেছে এক হাজার৷ ডাক্তার সেন লড়াই করছেন এদের জন্য৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন