1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মারিয়ুপল মুক্ত!

২৪ এপ্রিল ২০১৪

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন আভাকভ বলেছেন, রুশপন্থি বিক্ষোভকারীদের দখলে থাকা দক্ষিণ পূর্বাঞ্চলের শহর মারিয়ুপলকে মুক্ত করেছে পুলিশ৷ শুধু তাই নয়, কোনো হতাহত ছাড়াই শহরটি মুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি৷

https://p.dw.com/p/1Bnh9
ছবি: DW/O. Indjuchowa

আভাকভ বৃহস্পতিবার ফেসবুকে লিখেছেন,‘‘মারিয়ুপলের সিটি হল মুক্ত এবং সেখানে আগের মতো কাজ শুরু হয়েছে৷ এতে কোনো হতাহতও হয়নি৷'' তবে স্থানীয় একটি সংবাদ ওয়েবসাইটে লেখা হয়েছে যে, দু'পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে৷ গত দুই সপ্তাহ ধরে পূর্ব ইউক্রেনের সরকারি ভবনগুলো দখল করে রেখেছিল মুখোশধারী বন্দুকধারী এবং রুশ পন্থিরা৷

এর আগে বুধবার বিদ্রোহীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান পুনরায় চালুর নির্দেশ দেন ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকসান্ডার তুর্চিনভ৷ পূর্ব ইউক্রেনের স্লাভিয়ানস্কে দুটি ‘‘নির্মমভাবে নির্যাতিত'' লাশ পাওয়ার পর সামরিক বাহিনীকে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান আবারো চালু করার নির্দেশ দেন তিনি৷ তুর্চিনভ জানান, এ অভিযানের উদ্দেশ্য বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা সব সরকারি বেসরকারি ভবন মুক্ত করা৷ তাঁর দাবি জেনেভা চুক্তি অনুযায়ী এ সব ভবন রুশপন্থি ও বিচ্ছিনতাবাদীদের ছেড়ে দেয়ার কথা থাকলেও, তারা তা করছে না৷

আভাকভ অভিযোগ করেছেন, ‘‘স্লাভিয়ানস্কের ৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে আর্তেমিভস্ক ঘাঁটিতে বুধবার রাতভর তাদের সেনাদের উপর হামলা হয়েছে এবং রুশ সেনাদের নেতৃত্বে ৭০ জন সেই হামলায় অংশ নিয়েছে৷ ঐ ঘটনায় এক ইউক্রেন সেনা আহত হয়েছে৷'' যদিও মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে৷

US Präsident Barack Obama in Tokio Japan Kaiserpaar
ওবামা মনে করেন, রাশিয়া জেনেভা চুক্তির প্রতি সম্মান জানাতে ব্যর্থ হয়েছেছবি: Reuters

এদিকে বৃহস্পতিবার দিনের আলো ফোটার সাথে সাথে বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা স্লাভিয়ানস্কে ইউক্রেনের সেনারা স্থান বদল করেছে বলে জানিয়েছেন সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিনিধি৷ স্লাভিয়ানস্কের ১২ কিলোমিটার দূরে সাজোয়া বহর নিয়ে উপস্থিত হয়েছে সেনাবাহিনী৷ সেখানে একটি তল্লাশি চৌকি বসানো হয়েছে৷ ঐ এলাকায় চলাচলকারী সব গাড়ি তল্লাশি করছে তারা৷

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘‘চলমান পরিস্থিতিতে এটাই প্রমাণ হয়েছে যে রাশিয়া জেনেভা চুক্তির প্রতি সম্মান জানাতে ব্যর্থ হয়েছে৷ ওয়াশিংটন রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত৷'' ইউক্রেন সীমান্তে রাশিয়া বুধবার প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে যার পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারি ওবামার৷ রাশিয়া বলেছে, সব ধরনের হামলা প্রতিরোধ করার জন্য তারা এই ব্যবস্থা নিয়েছে এবং কেবল হামলা হলেই পাল্টা জবাব দেয়া হবে৷

টোকিওতে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ‘‘আমরা এখন পর্যন্ত দেখেছি জেনেভায় যে চুক্তি হয়েছে সে অনুযায়ী কোনো পদক্ষেপই নেয়নি রাশিয়া৷ ভবনগুলো এখনো অস্ত্রধারীদের দখলে, সেখানকার স্থানীয়রা রুশপন্থিদের বিরোধীতা করলে তাদের প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে৷'' কিয়েভ সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি৷ ওবামা এও বলেন, রাশিয়া যদি এখনো এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ না নেয় তবে ফলাফল হবে ভয়াবহ৷

এপিবি/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য