1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন ও জার্মান সেনারা এক্ষুনি আফগানিস্তান ছাড়ছে না

১৬ অক্টোবর ২০১৫

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও জার্মানির বাকি সৈন্য এখনি প্রত্যাহার করা হবে না৷ বারাক ওবামা জানিয়েছেন, ২০১৬ সালের পরও আফগানিস্তানে থাকবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী৷ জার্মান সরকারও একই সিদ্ধান্ত নিয়েছে৷

https://p.dw.com/p/1GpWq
Griechenland - Registrierungsstelle für Flüchtlinge auf Lesbos
ছবি: Getty Images/S. Platt

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, আফগানিস্তানে এখন যুক্তরাষ্ট্রের যে ৯ হাজার ৮০০ সৈন্য আছে তাঁদের ২০১৬ সালেও ফিরিয়ে নেয়া হবে না৷ এ সিদ্ধান্তকে ‘এ মুহূর্তে ঠিক কাজ' বলেও উল্লেখ করেছেন তিনি৷

এমন সিদ্ধান্ত গ্রহণের পক্ষে যুক্তি দেখাতে গিয়ে ওবামা বলেছেন, ‘কমান্ডার ইন চিফ হিসেবে আমি কখনোই যুক্তরাষ্ট্র আবার আক্রমণ করার জন্য আফগানিস্তানকে জঙ্গিদের অভয়ারণ্য হতে দেবো না৷''

দু'সপ্তাহ আগে আফগানিস্তানের কুন্দুস শহর দখল করে নেয় তালেবান৷ ২০০১ সালের পর এটাই তালেবানের সবচেয় বড় সামরিক সাফল্য৷ তাদের এমন সাফল্যের কারণে যুক্তরাষ্ট্র মনে করছে, এখনো শুধু নিজেদের সেনাবাহিনী দিয়ে তালেবানকে মোকাবেলা করার সক্ষমতা অর্জন করতে পারেনি আফগানিস্তান৷

সে কারণেই যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের আফগানিস্তানে অবস্থানের মেয়াদ দীর্ঘ করার সিদ্ধান্ত নিয়েছেন ওবামা৷ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ ওবামার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে টুইটও করেছেন তিনি৷

জার্মানিও আফগানিস্তান থেকে এখনই সৈন্য প্রত্যাহার করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে৷ জার্মান সৈন্যরাও আরো কিছু দিন আফগানিস্তানে আফগান পুলিশ ও সেনা সদস্যদের সেনাপ্রশিক্ষণ দেয়ার কাজ করবে৷ কবে নাগাদ সৈন্যদের ফিরিয়ে নেয়া হতে পারে সে সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কিছু জানায়নি জার্মান সরকার৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান