1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন ধনশালীরা আরও ধনী হয়েছেন

২৩ সেপ্টেম্বর ২০১০

অ্যামেরিকার ধনীরা এবার আরও ধনী হয়েছেন৷ এটাই জানাচ্ছে অর্থনীতি এবং বাণিজ্য বিষয়ক কাগজ ফোর্বস৷ মার্কিন মুল্লুকে সবচেয়ে ধনী কে? উত্তর: বিল গেটস৷ মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার বর্তমান সম্পদের পরিমাণ ৫ হাজার ৪০০ কোটি ডলার৷

https://p.dw.com/p/PKSH
ছবি: AP

২০০৯ সালে করা হিসাবের চেয়ে এ বছর তাঁর সম্পদের পরিমাণ বেড়েছে ৪০০ কোটি ডলার৷ তারপরেই রয়েছে ওয়ারেন এডওয়ার্ড বাফেট-এর নাম৷ মার্কিন বিনিয়োগকারী ও শিল্পপতি বাফেট৷ বাফেটের সম্পত্তির পরিমাণ ৪৫ বিলিয়ন ডলার৷

ফোর্বস ম্যাগাজিন গত বুধবার প্রকাশ করে ৪০০ ধনী অ্যামেরিকানের তালিকাটি৷ এই তালিকার তৃতীয় ব্যক্তি হচ্ছেন ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি এলিসন৷ ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানে সফটওয়্যার বিক্রয়ে ওরাকল এখন রয়েছে শীর্ষে৷ ল্যারির সম্পদের পরিমাণ ২০ বিলিয়ন ডলার৷ ওয়াল মার্টের মালিক ক্রিস্টি ওয়াল্টন রয়েছেন চতুর্থ অবস্থানে৷ আর পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছেন ব্যক্তি মালিকানাধীন জ্বালানি কোম্পানি কখ এর দুই মালিক চার্লস এবং ডেভিড কখ৷ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও রয়েছেন এই তালিকায়৷ তিনি এখন অ্যামেরিকার ৩৫ নম্বর ধনী ব্যক্তি৷

ফোর্বস জানাচ্ছে এবার তারা দেখতে পেয়েছে, একদিকে ধনী ব্যক্তিদের বিত্তের পরিমাণ যেমন বেড়েছে, এই তালিকাতেও নতুন নতুন লোকের নামও উঠে এসেছে৷ এ বছর এমন ব্যক্তির সংখ্যা ১৬ জন৷এদের মধ্যে ফেসবুকের অন্যতম মালিক দাস্তিন মাসকোভিৎস এবং এডুয়ার্ডো সাভেরিনের নামও রয়েছে৷ আর এডুয়ার্ডো সাভেরিন হচ্ছেন এখন অ্যামেরিকার সর্ব কনিষ্ঠ বিলিয়ওনেয়ার৷

তবে তালিকায় নতুন নতুন নাম যেমন এসেছে, তালিকা থেকে সরিয়েও দিতে হয়েছে অনেককে৷ এমন লোকের সংখ্যা কম নয়, ৩৪৷ মূলত গত বছরের আর্থিক সংকটের বলি হয়েছেন তারা, বলছে ফোর্বস৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী