1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন বক্স অফিসে হৈচৈ ফেলে দিয়েছে ‘ক্ল্যাশ অফ দ্য টাইটানস’

৭ এপ্রিল ২০১০

হলিউডের নামজাদা পরিচালক লুইস লেটেরিয়ার-এর নির্দেশনায় ‘ক্ল্যাশ অফ দ্য টাইটানস’ ছবিটি মার্কিন বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে৷ ইস্টারের ছুটিতে এখনও পর্যন্ত ছবির আয় ৬১.৪ মিলিয়ন মার্কিন ডলার৷

https://p.dw.com/p/MoCz
‘ক্ল্যাশ অফ দ্য টাইটানস’ ছবির অন্যতম অভিনেতা স্যাম ওরথিংটনছবি: AP

ব্লকবাস্টার ‘ক্ল্যাশ অফ দ্য টাইটানস' ছবিতে অভিনয় করেছেন স্যাম ওরথিংটন, লিয়াম নিসন, রাল্ফ ফিয়েনেস, অ্যালেক্সা ডাভালোস এবং জেমা আর্টারটন৷ ব্যবসায়িক সাফল্যের দিক দিয়ে ‘ক্ল্যাশ অফ দ্য টাইটানস' ছবিটি হলিউডের সাম্প্রতিকতম অন্যান্য ছবি ‘দ্য লাস্ট সং', ‘হাউ টু ট্রেন ইওর ড্র্যাগন' এবং ‘অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড' এই সবগুলোকেই ছাড়িয়ে গেছে৷

ইএমডিবি ডট কম এর দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, টাইলর পেরি পরিচালিত এব নামজাদা পপ গায়িকা জ্যানেট জ্যাকসন অভিনীত ‘হোয়াই ডিড আই গেট ম্যারেড টু ?' ছবিটি এখনও পর্যন্ত আয় করেছে ৩০.২ মিলিয়ন ডলার৷ আর অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার মূলক ছবি ‘হাউ টু ট্রেন ইওর ড্র্যাগন' সম্পর্কে পরিসংখ্যান বলছে, ২৯.২ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করে প্রথম স্থান থেকে এ ছবি এখন নেমে এসেছে তিন নম্বরে৷

সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী মিলে সাইরাস অভিনীত ‘দ্য লাস্ট সং' ছবিটি ব্যবসা করেছে ১৬.২ মিলিয়ন ডলার৷ আর টিম বার্টন পরিচালিত ‘অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড'-এর বক্স অফিস সাফল্যের পরিমাণ ৮.৩ মিলিয়ন৷ ফলে যে অ্যালিস ছিল আগে দুই নম্বরে, এখন তার ঠাঁই হয়েছে পাঁচে৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা : দেবারতি গুহ