1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালদ্বীপে আবার বিয়ে করে কোণঠাসা ইউরোপীয় দম্পতি

৩০ অক্টোবর ২০১০

গিয়েছিলেন নতুন করে বিয়ে করতে৷ না জেনেই হয়ে পড়লেন এক কেলেঙ্কারির অংশ৷ ক্ষমা চাইলেন মালদ্বীপের প্রেসিডেন্ট৷

https://p.dw.com/p/PuWq
মালদ্বীপ, ইউরোপীয়, দম্পতি, Maldives, Marriage, European, Couple
মালদ্বীপের অপরূপ সৌন্দর্যময় পর্যটন কেন্দ্রগুলোর একটি

পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য মালদ্বীপ৷ বিশেষ করে অনেক দম্পতির স্বপ্ন, ভারত মহাসাগরের মনোরম পরিবেশে বিয়ে বা মধুচন্দ্রিমার জন্য কয়েকটা দিন কাটিয়ে আসা৷ ইউরোপের এক দম্পতি কয়েকদিন আগে এমনই ভাবনা নিয়ে সেদেশে গিয়েছিলেন৷ বিয়ের অনেক বছর পর তাঁরা আবার পরস্পরের কাছে একই বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন৷ কিন্তু স্থানীয় রীতি অনুযায়ী আয়োজিত বিয়ের অনুষ্ঠানে তাঁদের নিয়ে যে তামাশা করা হল, সেই মুহূর্তে তাঁরা তা বুঝতেই পারেন নি৷

কিন্তু ইউটিউবে ইউরোপীয় দম্পতির বিয়ের অনুষ্ঠানের ভিডিও প্রকাশিত হওয়ার পর আসল ঘটনা জানা গেল৷ আপাতদৃষ্টিতে যে কোনো স্থানীয় বিয়ের অনুষ্ঠান মনে হলেও স্থানীয় দিবেহী ভাষা জানা থাকলে বিয়ের মন্ত্রের বদলে শোনা যাবে অশ্রাব্য গালিগালাজ৷ উপস্থিত বিদেশি দম্পতি অবশ্য তাদেরকে নিয়ে এই মস্করার বিষয়টি ঘুর্ণাক্ষরেও টের পান নি৷ বলাই বাহুল্য, এখন সবকথা জানতে পেরে তাঁরা মর্মাহত৷

এই ঘটনাকে কেন্দ্র করে মালদ্বীপ তোলপাড়৷ স্বয়ং প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা আসরে নেমে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছেন৷ জেনিভায় মালদ্বীপের রাষ্ট্রদূত ইউরোপীয় দম্পতিকে টেলিফোন করে ক্ষমা চেয়েছেন৷ তাঁদের পরিচয় অবশ্য গোপন রাখা হয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই