1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাশরাফিকে ফেরানোর পথ খোঁজা হচ্ছে

২১ ফেব্রুয়ারি ২০১১

মহান শহীদ দিবসকে ঘিরে প্রকাশিত হয়েছে আজকের পত্রিকাগুলো৷ তবে নিয়মিত খবর যেমন শহীদ মিনারে ফুল দেয়া, বিভিন্ন আলোচনা সভার খবর এসবের পাশাপাশি পত্রিকাগুলো চেষ্টা করেছে ভিন্ন কিছু খবর দিতে৷

https://p.dw.com/p/10Kw0
মাশরাফিছবি: AP

যেমন বিডিনিউজ টোয়েন্টিফোর বলছে পাহাড়ি শিক্ষার্থীরা তাদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা অর্জন করতে চায়৷ আর এ দাবিতে তারা গতকাল ক্লাশ বর্জন কর্মসূচি পালন করেছে৷ এদিকে প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বাংলাদেশে বাঙালি ছাড়াও প্রায় ৪৫টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে৷ আর ভাষা আছে ২৫ থেকে ৩৮টির মতো৷ কিন্তু এই ভাষাগুলো সংরক্ষণে এখন পর্যন্ত সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয় নি৷ তাই কয়েকটি ভাষা ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে৷ আর কালের কন্ঠের প্রতিবেদন বলছে ধীরে ধীরে সারা বিশ্বে শহীদ মিনার গড়ে উঠছে৷ এরই মধ্যে ব্রিটেনের তিনটি স্থানে এবং জাপান, ওমান, অস্ট্রেলিয়া, ইতালি ও ভারতের কলকাতায় শহীদ মিনার বানানো হয়েছে৷ আর জার্মানি, অ্যামেরিকা, ফ্রান্স ও কানাডায় শহীদ মিনার নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে বলে কালের কন্ঠ বলছে৷

বিশ্বকাপ

ডেইলি স্টার সাকিবের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে আজও রিপোর্ট করেছে৷ পত্রিকাটি বলছে বিষয়টা গতকাল ‘টক অব দ্য কান্ট্রি' ছিল৷ এছাড়া একজন পঙ্গু ভিক্ষুকের ছবি ছাপা হয়েছে৷ যে তার দুদিনের ভিক্ষার টাকা জমিয়ে বাংলাদেশের একটি জার্সি কিনেছে৷ ছবিতে সেই জার্সি গায়ে দেখা যাচ্ছে তাকে৷ প্রথম আলোতে সাকিবের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে৷ সেখানে তিনি বলেছেন টস নিয়ে এত কথা বলার কোনো কারণ তিনি দেখছেন না৷ এছাড়া দল ২৮৩ রান করায় এখন থেকে ৩২০-৩৩০ চেজ করার ব্যাপারে দল আত্মবিশ্বাসী থাকবে বলে মন্তব্য করেছেন সাকিব৷ এদিকে কালের কন্ঠ বলছে মাশরাফিকে নাকি দলে ফেরানোর পথ খোঁজা হচ্ছে৷

জলিল আবার মুখ খুলেছেন

বেশ কিছুদিন পর আবারও আলোচনায় এলেন আওয়ামী লীগের সাবেক মহাসচিব আব্দুল জলিল৷ তাঁর করা বিভিন্ন মন্তব্য সব পত্রিকার প্রথম বা শেষ পাতায় জায়গা পেয়েছে৷ বিশেষ করে মন্ত্রিসভায় রদবদল প্রয়োজন বলে তিনি যে মন্তব্য করেছেন সেটিকে বেশির ভাগ পত্রিকা শিরোনাম করেছে৷ এছাড়া রাজনীতি এখন ব্যবসায়ীদের হাতে চলে গেছে – এই মন্তব্যটিও গুরুত্ব পেয়েছে পত্রিকায়৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়