1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মাহফুজুর রহমানকে জুতা নিক্ষেপ'

২৫ জুন ২০১৪

প্যারিসে রবিবার ‘বাংলার মেলা' অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের জের ধরে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে লাঞ্ছিত করা হয়েছে৷ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা৷

https://p.dw.com/p/1CPuM
Blogger Protest in Dhaka
ছবি: DW

প্যারিসে রবিবার ‘বাংলার মেলা' অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের জের ধরে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে লাঞ্ছিত করা হয়েছে৷ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা৷

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলার মেলা অনুষ্ঠানে সভাপতি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান৷ তিনি বক্তব্য রাখতে উঠলে উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে দফায় দফায় জুতা, বোতল, ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ করে৷ এই অবস্থা চলতে থাকলে পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে মাহফুজুর রহমানকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় বাংলা পত্রিকা

বাংলাদেশ ইয়ুথ ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করেছিল৷ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান৷ কয়েক হাজার বাংলাদেশি ও বিদেশি উপস্থিত ছিলেন অনুষ্ঠান উপভোগ করছিলেন৷ অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথি আসনের পিছন থেকে একদল যুবক মাহফুজুর রহমানকে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের মূল হোতা বলে আখ্যায়িত করে তাঁকে গালিগালাজ করতে থাকে৷ এক পর্যায়ে রবি চৌধুরী মাহফুজুর রহমানকে গান পরিবেশনের জন্য আমন্ত্রণ জানালে উত্তেজিত জনতা এর প্রতিবাদ করেন৷ এ সময় তারা মাহফুজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে দফায় দফায় জুতা, বোতল, ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ করতে থাকে৷

সামহয়্যার ইন ব্লগে আল আমিন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারী উল্লেখ করে লিখেছেন, ‘‘এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের ওপর জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা৷ বিক্ষুব্ধ জনতা ‘মাহফুজের গালে গালে জুতা মার তালে তালে', ‘সাগর-রুনির হত্যাকারী মাহফুজের ফাঁসি চাই' এ সব স্লোগান দিতে থাকে৷''

তিনি লিখেছেন, ‘‘উপস্থিত বিক্ষুব্ধ জনতা ক্ষোভের সাথে বলেন, গত কয়েক বছর যাবত ইয়ুথ ক্লাবের আড়ালে মেলার নামে মাহফুজের মতো খুনির সহায়তায় বাংলাদেশ থেকে ফ্রান্সে আদম পাচার করে লাখ লাখ ইউরো হাতিয়ে নিচ্ছে আদম দালালরা৷''

বিডি কমিউনিটি ফ্রান্স তাদের ফেসবুক পাতায় ভিডিওসহ খবরটি দিয়েছে৷ ভিডিওটি শেয়ার করেছে এক হাজারেরও বেশি মানুষ৷ সেখানে লেখা হয়েছে, ‘‘সাগর-রুনির হত্যাকারীর ফাঁসি চাই – এই স্লোগানে রবিবার মুখরিত হয়ে উঠে ফ্রান্সের বাংলার মেলা৷ এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জুতা, পানির বোতল, পঁচা ডিম নিক্ষেপ এবং ধাওয়া করা হয়৷ এ সময় বিক্ষোভকারীরা লন্ডনে সিলেটিদের নিয়ে মাহফুজুর রহমানের চরম উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদ জানায় এবং ক্ষমা চাইতে বলে৷ টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে৷''

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য