1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুটি এখন মায়ের কোলে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৮ আগস্ট ২০১৪

জন্মের পরই বাংলাদেশের রাজধানী ঢাকার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুটিকে অবশেষে উদ্ধার করেছে ব়্যাব৷ আটদিন বয়সি শিশুটিকে ফিরে পেয়ে তাই মা রুনা আক্তার আর বাবা কাওসার হোসেন এখন আনন্দে আত্মহারা৷

https://p.dw.com/p/1D36m
Neugeborenenstation im Krankenhaus
ছবি: picture-alliance/dpa

রুনা আক্তার গত ২০শে আগস্ট ঢাকা মেডিকালে জমজ শিশুর জন্য দেন৷ কিন্তু মা হওয়ার পর পরই তাঁর একটি শিশু চুরি হয়ে যায়৷ ব়্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ডয়চে ভেলেকে জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে গাজীপুর বোর্ডবাজারের উত্তর কলমেশ্বর এলাকার বটতলা রোডে বেলি আক্তার ওরফে রহিমা নামে এক নারীর বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়৷রহিমা ব়্যাবকে জানান, ‘‘রাশেদা খানম পারভীন (৪৮) নামের এক ধাত্রী হাসপাতাল থেকে শিশুটিকে চুরি করেন৷ তারপর ৪০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে তাঁর হাতে তুলে দেন৷'' বলা বাহুল্য প্রথমে রহিমা এবং পরে রাশেদা খানম পারভীনকেও গ্রেপ্তার করে ব়্যাব৷ বৃহস্পতিবার সংবাদমাধ্যমের উপস্থিতিতে উদ্ধার করা শিশুটিকে ব়্যাব তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়৷ চুরি যাওয়া সন্তান ফিরে পেয়ে আনন্দে উদ্বেল কাওসার রহমান বলেন যে তিনি দুই শিশু পুত্রের একজনকে সাংবাদিক এবং অপরজনকে ব়্যাব কর্মকর্তা বানাতে চান৷
কাওসার রহমান শিশুটিকে উদ্ধারের কৃতিত্ব সংবাদকর্মীদের দিয়ে বলেন, ‘‘আজ যদি মিডিয়া প্রচার না করত, আমার সন্তানকে উদ্ধার করা যেত না৷ সরকারকে ধন্যবাদ, প্রশাসকেও ধন্যবাদ৷ মিডিয়ার প্রচারে কারণে তারা আমার সন্তানকে উদ্ধার করতে পেরেছে৷ আর ব়্যাবকে ধন্যবাদ, কারণ তারা খবর পেয়ে শেষ পর্যন্ত আমার সন্তানকে উদ্ধার করেছে৷''

২০শে আগস্ট হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় আলোড়ন সৃষ্টি হলে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার পর পরই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে৷ শুধু তাই নয়, শাহবাগ থানায় একটি মামলাও দায়ের করা হয়৷ এবং পরবর্তীতে শিশু চুরির ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও দেয় হাইকোর্ট৷ এছাড়া সিসি ক্যামেরায় ধারণ করা ‘ফুটেজ'-কে সম্বল করে শিশু উদ্ধার এবং অপরাধীদের আটকে তত্‍পর হয় ব়্যাব৷ ব়্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, ‘‘ধাত্রী হওয়ায় ঢাকা মেডিকেল কলেজের সব কিছুই আটক রাশেদা পারভীনের নখদর্পণে ছিল৷ ফলে সেখান থেকে শিশুটি চুরি করে সহজেই তাকে বের করে আনতে সক্ষম হন তিনি৷ ঢাকা মেডিকেল থেকে বেরিয়ে পারভীন শিশুটিকে ২১শে আগস্ট সকাল ১১টার দিকে রহিমার হাতে তুলে দেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য