1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মা ডাক শুনতে চেয়ে মৃত্যু!

২২ জুলাই ২০১০

ইচ্ছা ছিল মা হবার, তাই চিকিৎসার দ্বারস্থ হওয়া৷ কিন্তু সেখান থেকে ফিরতে হলো লাশ হয়ে৷ তাও আবার ভুল চিকিৎসায়৷ ঢাকায় এই খবর বেশ আলোড়ন তুলেছে৷ রয়েছে দুই ভুয়া ডাক্তারের খবরও৷ সঙ্গে সংবিধান সংশোধনের সরকারি উদ্যোগের কথা৷

https://p.dw.com/p/ORDr
ভুল চিকিৎসায় মৃতের সংখ্যা বাড়ছে (ফাইল ছবি)ছবি: BilderBox

রোগীর মৃত্যু ভাঙচুর

রোগী মৃত্যুর ঘটনায় ঢাকায় একটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর৷ বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম দিচ্ছে এই খবর৷ শিরোনাম, ‘‘ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর''৷ বিয়ের আট বছর পার হয়ে গেলেও সন্তান হচ্ছিল না ফেরদৌসীর৷ তাই, মা হওয়ার আশায় নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে বুধবার হাসপাতালে যান তিনি৷ কিন্তু সেখান থেকে ফেরদৌসীকে ফিরতে হলো লাশ হয়ে৷ এদিকে, এই ঘটনায় ভাঙচুরের সঙ্গে একজন রাজনৈতিক নেতাও জড়িত বলে অভিযোগ উঠেছে৷ তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় কোন ভুল ছিলনা৷

ভুয়া চিকিৎসক আটক

একইধরণের আরেকটি খবর দিয়েছে দৈনিক সমকাল৷ শিরোনাম, ‘‘হাসপাতাল নয় কসাইখানা!'' ঢাকার মোহাম্মদপুরে চিকিৎসা জ্ঞান না থাকা সত্ত্বেও দুই ব্যক্তি একটি হাসপাতাল খুলে বসেছিলেন৷ এমনকি তারাই রোগীকে অপারেশন করতেন, দিতেন অ্যানেসথেশিয়া৷ আর তাতে রোগী মারা গেলে, তার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়া হতো৷ এরপর পাঠানো হতো অন্য হাসপাতালে৷ ভয়ংকর এই দুই ভণ্ড ডাক্তারকে আটক করেছে ব়্যাব৷ তাৎক্ষনিকভাবে তাদের শাস্তিও দেয়া হয়েছে৷ তবে তা পর্যাপ্ত নয় বলে জানাচ্ছে সমকাল৷

সংবিধান সংশোধন

ঢাকার অধিকাংশ দৈনিকে জায়গা পেয়েছে এই খবর৷ ইত্তেফাকের শিরোনাম, ‘‘অবৈধ ক্ষমতা দখল ঠেকাতেই সংবিধান সংশোধন: প্রধানমন্ত্রী''৷ সংবিধান সংশোধনের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে৷ বুধবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন৷

ছিনতাইকারী ঠেকাতে তিন তরুণ

দৈনিক কালেরকণ্ঠ দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘‘অভিনন্দন! সাহসী তিন তরুণ''৷ পত্রিকাটির কথায়, চট্টগ্রামের তিন তরুণ বাহাদুর আলম, নূর হোসেন রুবেল এবং মিসবাউল ইসলাম জীবনের ঝুঁকি নিয়ে মঙ্গলবার রাতে তিন ছিনতাইকারীকে ধরে ফেলে৷ চট্টগ্রাম পুলিশ বুধবার এই তিন তরুণকে সাহসী উদ্যোগের জন্য পুরস্কার দিয়েছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই