1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশেল ওবামা: দুনিয়ার ‘হার্টথ্রব'

১৬ জানুয়ারি ২০১৭

বহু মার্কিনির যাকে ইতিহাসের ‘কুলেস্ট' ফার্স্ট লেডি বলে গণ্য কেন, সেই মিশেল ওবামা আগামী ২০শে জানুয়ারি থেকে ফার্স্ট লেডি থাকবেন না বটে, কিন্তু তাঁর চিরকালের ফার্স্ট ফার্স্ট লেডি হওয়া রোখে কে?

https://p.dw.com/p/2VqcY
মিশেল ওবামা
ছবি: Getty Images/W. McNamee

ইউটিউব বা গুগলে ‘মিশেল ওবামা মোস্ট মেমোরেবল মোমেন্টস'-এর খোঁজ দিলেই লম্বা লিস্টি বেরিয়ে আসবে৷ দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ বারাক ওবামা যাচ্ছেন বলে যত না মুষড়ে পড়েছেন, তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছেন এই ভেবে যে, সিবিএস এনবিসি সিএনএন-এ আর নিয়মিত মিশেল ওবামার কারিকুরি দেখতে পাওয়া যাবে না৷

শিক্ষা, খেলাধুলা, নিরামিষ আহারের জন্য তাঁর উৎসাহ তাঁকে গান গাইতে, নাচতে, ব়্যাপ করতে বাধ্য করেছে৷ বিশেষ করে মিশেলের ড্যান্স মুভস! হোয়াইট হাউসে বিয়ন্সের গানের সময় বারাক ওবামার সঙ্গে নেচেছেন, স্টর্ম ট্রুপার-দের সাথে বুগি নেচেছেন, জিমি ফ্যালনের সঙ্গে ‘মম ড্যান্সিং' দেখিয়েছেন৷

গানের ক্ষেত্রে জেমস কর্ডেনের সঙ্গে তাঁর কার পুল কারাওকে অবিস্মরণীয় হয়ে থাকবে, বিশেষ করে যখন মিসি এলিওট স্বয়ং তা-তে যোগদান করেন৷ এভাবেই হোয়াইট হাউসে বড়দিনে মিশেলের একটি বিশাল কালো কুকুরকে কোলে নেওয়া, বা প্রেসিডেন্টের বাসভবনে ১০৬ বছরের এক কৃষ্ণাঙ্গ মহিলাকে স্বাগত জানানো, এ সব জুড়ে জুড়ে সিএনএন সংস্থা তাদের মেমোরেবল মোমেন্টস পেশ করেছে – যার অনুরণন হবে অনন্ত৷

এসি/ডিজি

ফার্স্ট লেডি হিসেবে মিশেল ওবামাকে আপনার কেমন লাগে? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য