1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৌদ্ধ ভিক্ষুদের চাপে মাদ্রাসায় তালা

১ মে ২০১৭

ইয়াঙ্গুনের দুটি মাদ্রাসায় শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে৷ ডজনখানেক উগ্র-জাতীয়তাবাদী বৌদ্ধ ভিক্ষু ও তাঁদের সমর্থকদের দাবির প্রেক্ষিতে স্থানীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেন৷

https://p.dw.com/p/2cB6M
Myanmar Schließung muslimischer Schulen in Rangun
পুলিশের উপস্থিতিতে মাদ্রাসার গেটে তালা দেয়া হচ্ছেছবি: picture-alliance/AP Photo/T. Zaw

মাদ্রাসা দুটি অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বলে দাবি করেছিল বৌদ্ধ ভিক্ষু ও তাঁদের সমর্থকরা৷ ভবন দুটি বন্ধের দাবিতে প্রায় ঘণ্টা তিনেক তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন৷ সেই সময় পুলিশ পাশে দাঁড়িয়ে ছিল৷ এরপর স্থানীয় কর্তৃপক্ষ দাবি মেনে বিক্ষোভকারীদের মাদ্রাসার প্রবেশপথে তালা লাগানোর অনুমতি দেন৷

তাৎক্ষণিকভাবে বিক্ষোভ প্রশমনে এই ব্যবস্থা নেয়া হলেও মাদ্রাসা দুটির ভবিষ্যৎ কী হবে তা জানা যায়নি৷

Myanmar Schließung muslimischer Schulen in Rangun
তালা দেয়ার আগে পুলিশ ঘেরা অবস্থায় বিক্ষোভ চলছেছবি: picture-alliance/AP Photo/T. Zaw

মুসলিম সম্প্রদায়ের নেতা তিন শ'য়ে বলছেন, ‘‘আজ যা ঘটলো, তা খুবই দুঃখজনক৷ মাদ্রাসা দুটি অনেক বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছে৷’’

উল্লেখ্য, ‘মা বা থা’ নামে বৌদ্ধদের একটি জঙ্গি সংগঠন বহু বছর ধরে মিয়ানমারে মুসলমানদের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে আসছে৷ মিয়ানমারের সাধারণ নাগরিকদের, মুসলমানদের বিরুদ্ধে উসকে দিয়ে তাদের হত্যা ও সম্পত্তি বিনষ্ট করতে উৎসাহী করে তোলে মা বা থা'র কর্মীরা৷

মুসলিমবিরোধী কর্মীরা গত বছর মুসলমানদের স্থাপনাগুলোকে ‘অবৈধ’ ঘোষণা ও সেগুলো ভেঙে ফেলতে স্থানীয় কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগ করে৷ কিছু ক্ষেত্রে এই কর্মীরা স্থাপনা ভাঙার কাজে নিজেরাই হাত লাগান৷

‘মা বা থা’ আন্দোলনের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে বলে গত কয়েক বছর ধরে মনে করা হচ্ছিল৷ তবে রাখাইন রাজ্যের সাম্প্রদায়িক সংঘাতের কারণে তারা আবার উজ্জীবিত হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে৷

৩০ রোহিঙ্গা উদ্ধার

শ্রীলংকার কোস্টগার্ড রবিবার সমুদ্র থেকে একটি ভারতীয় নৌকা আটক করে৷ নৌকায় ১৬ জন শিশুসহ ৩০ জন রোহিঙ্গা ছিল৷ উদ্ধারকৃতদের মধ্যে চার মাস ও ১৫ দিন বয়সি দুই শিশুও আছে৷

নৌকাটি অবৈধভাবে শ্রীলংকার জলসীমায় ঢুকে পড়ায় সেটিকে আটক করা হয় বলে জানিয়েছেন নৌবাহিনীর মুখপাত্র চামিন্ডা ওয়ালাকুলুগে৷

রোহিঙ্গাদের উদ্ধার করে জরুরি সহায়তা দেয়া হয়েছে৷ পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য তাদের স্থানীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে৷

বার্তা সংস্থা এএফপিকে ওয়ালাকুলুগে বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গারা ভারতে প্রায় চার বছর ধরে শরণার্থী হিসেবে ছিল বলে ধারণা করা হচ্ছে৷ নৌকায় করে তাদের শ্রীলংকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে তদন্তকারীরা মনে করছেন৷

এর আগে প্রায় চার বছর আগে বাংলাদেশ ও মিয়ানমারের ১৩৮ জন শরণার্থীকে উদ্ধার করেছিল শ্রীলংকার কোস্টগার্ড৷ প্রায় ১০ দিন ধরে তাদের বহন করা নৌকাটি শ্রীলংকার পানিতে ভেসে বেড়াচ্ছিল৷

জেডএইচ/এসিবি (এপি, এএফপি)

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...