1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারে শান্তিপূর্ণ বিপ্লব চাইছেন সু চি

১৬ নভেম্বর ২০১০

গৃহবন্দিত্ব থেকে সদ্য মুক্তি পাওয়া অং সান সু চি নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছেন৷ সোমবার তিনি তাঁর দল জাতীয় গণতান্ত্রিক লিগ বা এনএলডি কার্যালয়ে সাংবাদিকদের জানান, মিয়ানমারে শান্তিপূর্ণ বিপ্লবই তাঁর লক্ষ্য৷

https://p.dw.com/p/QA0q
এনএলডি কার্যালয়ে অং সান সু চিছবি: AP

‘বার্মায় গণতন্ত্র আসবেই'

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি সোমবার শান্তিপূর্ণ বিপ্লবের কথা বলেছেন৷ তিনি দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, বার্মায় একদিন গণতন্ত্র আসবেই৷ তবে সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে কতদিন সময় লাগবে তা জানেন না সু চি৷ এছাড়া সোমবার এনএলডি কার্যালয়ে দলের বর্ষীয়ান আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করেন নোবেল জয়ী এই নেত্রী৷ এই মুহূর্তে এনএলডিকে আবারো গোছাতে ব্যস্ত তিনি৷ তাছাড়া, সকল গণতান্ত্রিক শক্তির সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও দেখিয়েছেন৷

সামরিক জান্তার সঙ্গে আলোচনা

সু চি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে আলোচনার যেকোন সুযোগ গ্রহণ করবেন তিনি৷ তবে এজন্য এনএলডি'র পক্ষ থেকে সামরিক প্রধান থান শোয়ের কাছে কোন চিঠি পাঠানো হবে কিনা, তা নিশ্চিত করতে পারেননি সু চি'র মুখপাত্র নিয়ান উইন৷ তিনি বলেন, শুরু থেকে আমরা আলোচনায় বসতে জান্তার প্রতি আহ্বান জানিয়ে আসছি৷ সু চি সব সময় আলোচনায় বসতে তৈরি ছিলেন৷

Aung San Suu Kyi Flash-Galerie
সু চি’র প্রতি সমর্থন (ফাইল ফটো)ছবি: picture-alliance/ dpa

নিরাপত্তা

বর্তমানে সু চি'র নিরাপত্তা নিয়ে খানিকটা উদ্বিগ্ন এনএলডি নেতারা৷ কেননা, গত ২১ বছরে সামরিক সরকার একাধিকবার তাকে আটক করেছে, আবার মুক্তিও দিয়েছে৷ এবারও এনএলডি কার্যালয়ের বাইরে ব্যাপক গোয়েন্দা উপস্থিতির কথা জানিয়েছে সংবাদসংস্থাগুলো৷ তবে, সু চি'র বক্তব্য হচ্ছে, পুনরায় আটকের ভয়ে মোটেই ভিত নন তিনি৷ বরং যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি রয়েছে তাঁর৷

আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক

সু চি'র মুক্তিকে স্বাগত জানিয়েছেন বিশ্বের অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানরা৷ সোমবার তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামাও সু চি'র মুক্তিকে স্বাগত জানান৷ এছাড়া, তাকে মুক্তি দেওয়ায় মিয়ানমারের উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হবার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে৷ ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এই বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য