1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তিযোদ্ধা পরিবারের চাকরির কোটা বহাল থাকবে

২৭ অক্টোবর ২০১০

মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চাকরির কোটা বংশপরম্পরায় অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলসহ নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান শেখ হাসিনা৷

https://p.dw.com/p/PqFq
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

তাঁদের মধ্যে জেলা এবং উপজেলা কাউন্সিলের নব নির্বাচিত কর্মকর্তারাও ছিলেন৷ বুধবার ঢাকার আর্মি ষ্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মুক্তযোদ্ধাদের নিয়ে ছিনিমিনি খেলা যাবেনা৷ তিনি প্রশাসনসহ সরকারের কর্তাব্যক্তিদের এ বিষয়ে সচেতন থাকতে বলেন৷

প্রধানমন্ত্রী বলেন, চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কোটাসহ সুযোগ সুবিধা অব্যাহত থাকবে৷ আর এই কোটা থাকবে বংশপরাম্পরায়৷ অতীতের অপশক্তি তাদের কোটা বন্ধের চেষ্টা করছে৷ কিন্তু তার সরকার তা হতে দেয়নি৷

প্রধানমন্ত্রী মুক্তযোদ্ধাদের মুক্তযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, ডিজিটাল বাংলাদেশ গড়া আর দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান৷ তিনি বলেন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে৷ এই বিচার যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে৷

প্রধানমন্ত্রী ইভ টিজিংয়ের প্রতিবাদকারী শিক্ষক মিজানুর রহমানের হত্যাকারীদের ধরার নির্দেশ দিয়ে ইভ টিজিং বন্ধে নতুন আইন প্রণয়নের ঘোষণা দেন৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক