1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানোর পরিকল্পনা

২১ এপ্রিল ২০১১

সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি বৈঠক করতে চান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে৷ মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানোর পরিকল্পনা৷ এদিকে আমিনীর দাবি, তার ছেলেকে গুম করেছেন শেখ হাসিনা৷

https://p.dw.com/p/111ay
Junge ostpakistanische Freiwillige werden in den Chudangha Barracks zu Soldaten ausgebildet, aufgenommen im April 1971. Mit der Teilung des indischen Subkontinents und Bengalens fiel das islamische Ostbengalen 1947 als "Ostpakistan" unter pakistanische Herrschaft. Wirtschaftliche Ausbeutung des Ostteils und Tatenlosigkeit bei der Flutkatastrophe von 1970 ließen in Ostpakistan die Wut über die Regierung in Islamabad wachsen. Haushoch gewann die Awami-Liga von Mujibur Rahman die pakistanischen Wahlen von 1970 mit einem Autonomieprogramm für Ostpakistan. Ein neun Monate dauernder Bürgerkrieg, in den auch Indien - auf Seite Ostpakistans - eingriff, forderte mehr als eine Million Menschenleben. Im Dezember 1971 kapitulierte Westpakistan und Ostpakistan wurde unter dem Namen Bangladesch zu einem eigenständigen Staat. +++(c) dpa - Report+++
একাত্তরে চুয়াডাঙ্গায় সেনা প্রশিক্ষণ৷ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন হয় বাংলাদেশ (ফাইল ছবি)ছবি: picture alliance/dpa

সংবিধান সংশোধন

সংবিধান সংশোধন বিষয়ক মতামত দেওয়ার জন্য শীর্ষ রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন এ সংক্রান্ত বিশেষ কমিটি৷ দৈনিক প্রথম আলো এই বিষয়ে লিখেছে, ‘হাসিনা ও খালেদাকে সংবিধান সংশোধন কমিটির আমন্ত্রণ'৷ বুধবার এই কমিটি দুই রাজনৈতিক দলের কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন৷ ইতিমধ্যে বিএনপি বিশেষ কমিটির চিঠির প্রাপ্তিস্বীকার করেছে৷ তবে, বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত জানায়নি৷ একই বিষয়ে দৈনিক ইত্তেফাক লিখেছে, ‘আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে বিশেষ কমিটির চিঠি'৷ জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের জন্য চিঠি পাঠিয়েছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি৷

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানোর পরিকল্পনা

দৈনিক সমকাল প্রকাশ করেছে এই খবর৷ শিরোনাম, ‘মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ছে'৷ অসচ্ছল ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য বাড়িঘর নির্মাণ করবে সরকার৷ যেসব মুক্তিযোদ্ধার স্থায়ী আয়ের কোন উৎস নেই বা চাষাবাদের জন্য কোন জমি নেই, তাদেরকে এই সুবিধা দেওয়া হবে৷ এছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হচ্ছে৷ সমকাল জানাচ্ছে, মুক্তিযোদ্ধাদের কল্যাণে এরকম আরো পরিকল্পনা নিচ্ছে বর্তমান সরকার৷ আগামী বাজেট ঘোষণার পর এগুলো বাস্তবায়ন শুরু হবে৷

আমিনীর অভিযোগ

দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, ‘প্রধানমন্ত্রীর ছেলেকে গুম করতে মুফতি আমিনীর প্রার্থনা'৷ নিখোঁজ ছেলে আবুল হাসনাতকে ২৪ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী৷ বুধবার জাতীয় প্রেসক্লাবে তিনি বলেন, ‘‘কোরআন রক্ষার জন্য দুজন শহীদ হয়েছে৷ আরো দুই লাখ শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে''৷ একই বিষয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘শেখ হাসিনা আমার ছেলেক গুম করেছে, বলেছেন আমিনী'৷

ক্রিকেট কোচ গাঙ্গুলী!

ভারতের প্রখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হতে পারেন৷ এরকম এক সম্ভাবনার কথা জানিয়েছে দৈনিক কালের কণ্ঠ৷ শিরোনাম, ‘সৌরভ গাঙ্গুলীও হতে পারেন যদি...'৷ এই বিষয়ে এখনো অবশ্য কোন সিদ্ধান্ত হয়নি৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা