1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘খুন হচ্ছে আর সরকার ঘুমাচ্ছে'

৯ মে ২০১৬

একের পর এক হত্যার ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে৷ এবার রাজশাহীতে একজন ‘পীরকে' হত্যা করা হলো৷ সাম্প্রতিক কোনো হত্যাকাণ্ডেরই সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না দেখে অনেকেই হতাশ৷

https://p.dw.com/p/1IkMt
প্রতীকী ছবি
ছবি: bilderbox

গত শুক্রবার রাজশাহীর তানোর উপজেলায় ৬৫ বছর বয়সি স্থানীয় পীর মোহাম্মদ শহীদুল্লাহকে হত্যা করা হয়৷ সকালে তিনি চাঁপাইনবাবগঞ্জে তাঁর অনুসারীদের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন৷ সন্ধ্যায় এক আমবাগানে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়৷ মোহাম্মদ শহীদুল্লাহর পরিবারের ধারণা, চাপাইনবাব গঞ্জ যাবার পথেই ধরে নিয়ে তাঁকে হত্যা করা হয়েছে৷ শহীদুল্লাহর ঘাড় ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল৷

এক পীরের অনুসারী মোহাম্মদ শহীদুল্লাহ গত ৫-৬ বছরে নিজেও পীর হিসেবে পরিচিতি লাভ করেছিলেন৷ তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, হত্যার আগে তাঁকে কেউ কোনো হুমকি দেয়নি এবং এলাকার সবার সঙ্গে তাঁর সুসম্পর্কই ছিল৷

এর কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে একইভাবে হত্যা করা হয়৷ তারপর টাঙ্গাইলে হত্যা করা হয় এক হিন্দু দর্জি নিখিল জোয়ার্দারকে৷ নিহত ব্যক্তির বিরুদ্ধে চার বছর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলা হয়েছিল৷ পুলিশ ধরে নিয়ে আটকও করেছিল তাঁকে৷ তবে অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করে নেয়ায় কারাবাস দীর্ঘ হয়নি৷ কিন্তু গত ২৩শে এপ্রিল তাঁকে হত্যা করা হয়৷ এ হত্যারও দায় স্বীকার করে তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস৷

নিখিল জোয়ার্দার হত্যায় জড়িত সন্দেহে এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গ্রেপ্তারকৃতদের একজন দৈনিক ইনকিলাবের স্থানীয় সংবাদদাতা, একজন জামায়াতে ইসলামীর নেতা ও মাদ্রাসা শিক্ষক এবং অন্যজন বিএনপিকর্মী৷

এক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন বা তদন্তে অগ্রগতির আগেই আসছে নতুন কোনো নৃশংসতার খবর৷ এ সব থামানোর জন্য সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগকে যথেষ্ট মনে করছেন না অনেকেই৷ বরং অনেকেই মনে করছেন, সরকার ও আইন-শৃঙ্খলারক্ষাবাহিনীর ভূমিকা প্রকারান্তরে হত্যাকারীদের প্রশ্রয় দিচ্ছে৷ টুইটারে একজন সেরকম হতাশা ও ক্ষোভ নিয়েই লিখেছেন, ‘বাংলাদেশ এ এখন নিয়মিতভাবে মুক্ত চিন্তার লোক খুন হচ্ছে আর সরকার ঘুমাচ্ছে৷'

সরকার ও আইন-শৃঙ্খলারক্ষাবাহিনীর ভূমিকা প্রকারান্তরে হত্যাকারীদের প্রশ্রয় দিচ্ছ – এ কথা কি আপনি বিশ্বাস করেন? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য