1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুখোমুখি মন্ত্রী এবং হাউজিং মালিকরা

১৪ জুন ২০১০

ঢাকার ডিটেইল্ড এরিয়া প্ল্যান বাস্তবায়ন নিয়ে মুখোমুখি অবস্থান গনপূর্ত প্রতিমন্ত্রী এবং হাউজিং কোম্পানি ও ল্যান্ড ডেভেলপারদের৷ সচিবালয়ে রাজধানীর জলাধার এবং নদী উদ্ধার নিয়ে রোববারে বৈঠক একারণে কোন সিদ্ধান্ত ছাড়াই সমাপ্ত৷

https://p.dw.com/p/Npyx
ফাইল ছবিছবি: UNCCD

বৈঠকে গনপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এবং বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম রীতিমত উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়েন৷ আহমেদ আকবর সোবহান বলেন এর আগেও মন্ত্রী তাঁদের ডেকে বলেছেন, আপনারা অন্যের জমি দখল করে ঘুমান কিভাবে? মন্ত্রীকে লক্ষ্য করে তিনি বলেন, ‘এধরনের কথা বলার দু:সাহস আপনি কোথায় পান'৷ জবাবে মন্ত্রী বলেন, তিনি আবারো তা বলবেন৷ তিনি হাউজিং কোম্পানির মালিকদের উদ্দেশ্য করে বলেন, ‘অন্যের জমি বিক্রির বিজ্ঞাপন তারা কিভাবে দেয়৷'

হাউজিং এবং ডেভেলপার কোম্পানির মালিকদের সংগঠন, রিহ্যাব নেতারা আবদার করেন, তাদের দখলে থাকা জমিতে হাত দেওয়া যাবেনা৷ নতুন নিয়ম কার্যকর করতে হবে ওই ভূমি এবং জলাধার বাদ দিয়ে৷ অজুহাত ইতিমধ্যেই তারা ওইসব এলাকা প্লট হিসেবে বিক্রি করে দিয়েছেন৷

পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব এবং নগর পরিকল্পনাবিদ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী জানান, নদী এবং জলাধার উদ্ধার করা না গেলে রাজধানী ঢাকাকে বাঁচানো যাবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই