1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুশফিকের ‘কোবরা' নাচ

১২ মার্চ ২০১৮

নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ডের ম্যাচে এক অসাধারণ জয় উপহার দিয়ে কোবরা নাচে মেতে উঠলেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম৷ এই নাচের ভিডিও ভাইরাল হয়ে গেছে৷

https://p.dw.com/p/2u8Vo
Bangladesch Cricket Mushfiqur Rahim
ছবি: Getty Images/R. Pierse

টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্য ২১৪ রান তাড়া করে ম্যাচ বের করে আনার রেকর্ড গড়তে মুশফিকের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ৷ ৭২ রানে অপরাজিত ছিলেন তিনি৷ কিন্তু সেসব ছাড়িয়ে গিয়েছে ম্যাচ জয়ের পর তাঁর ‘কোবরা নাচ'-এর কারণে৷

২০তম ওভারে থিসারা পেরেরার চতুর্থ বলটি  মিড উইকেটের দিকে ঠেলে দিয়েই জয়সূচক রানটি নেন মুশফিক৷ এরপর কিছুক্ষণের জন্য জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে যান তিনি৷ সেই জয় উদযাপনেই এই নাচ৷

সে সময় ধারাভাষ্যে ছিলেন ভারতের সঞ্জয় মাঞ্জরেকার ও বাংলাদেশের আতাহার আলী খান৷ সঞ্জয় বিস্ময় প্রকাশ করে বলেন, ‘‘এমন উদযাপন তো কখনো দেখিনি৷ ক্রিকেট বিশ্ব নতুন এক উদযাপন দেখছে৷''

আতাহার অবশ্য মনে করিয়ে দিয়েছেন যে, বিপিএলেও এ ধরনের একটি উদযাপন হয়েছে৷ মুশি-র এই উদযাপনের পর পুরো সামাজিক গণমাধ্যম দুলতে শুরু করে এই নাচের ভঙ্গিতে৷ সবাই ‘নাগিন নাগিন' বলে একটি বলিউডের গান শেয়ার করা শুরু করেন৷ অনেকেই ম্যাচের ঐ বিশেষ মুহূর্তের ভিডিওটি শেয়ার করতে থাকেন৷

তবে কেউ কেউ একে ছেলেমানুষী বলেও অভিহিত করেন৷ তবে কেউ কেউ বলেন, জয়খরায় ভোগা বাংলাদেশ ক্রিকেট দল এ থেকে বের হবার একটা উপায় খুঁজছিল৷ দেশের বাইরের মাটিতে এমন একটি জয়ে তাদের স্বস্তির প্রকাশটাই ঝরে পড়েছে মুশফিকের উদযাপনে৷

ভিডিও দেখতে ক্লিক করতে পারেন এই লিঙ্কেও৷

জেডএ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান