1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেধা তালিকায় ঢাকার বাইরের শিক্ষার্থীরা ভাল করেছে

২৯ ডিসেম্বর ২০১০

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ, আসন্ন পৌর নির্বাচন, রাজনৈতিক বিবেচনায় পলাতক আসামির রেহাই, এসবই আজকের ঢাকার প্রধান প্রধান খবর৷

https://p.dw.com/p/zqw4

পরীক্ষার ফল

একেক পত্রিকা একেকভাবে ফলাফল বিশ্লেষণ করেছে৷ যেমন ডেইলি স্টার বলছে মেধা তালিকার শীর্ষ দশে ঢাকার বাইরের শিক্ষার্থীরা বেশি স্থান পেয়েছে৷ তালিকায় স্থান পাওয়া মোট ৫৭ জনের মধ্যে ৫১ জনই ঢাকার বাইরের৷ এর মধ্যে শুধুমাত্র টাঙ্গাইল থেকেই ১৭ জন রয়েছে৷ অবশ্য শীর্ষ দশ স্কুলের তালিকার নয়টিই ঢাকার বলে জানিয়েছে ডেইলি স্টার৷ আর এবার পাসের হার আগের বারের চেয়ে বেশি হওয়ায় কালের কণ্ঠের শিরোনাম ‘‘ছোটদের বড় সাফল্য''৷ পত্রিকাটি বলছে এই পরীক্ষাটি ‘ছোটদের এসএসসি' বলে খ্যাত৷ পরীক্ষায় সারা বাংলাদেশে প্রথম হওয়া আল-ইয়াসা'র সাক্ষাৎকার ছেপেছে কয়েকটি পত্রিকা৷ সে টাঙ্গাইল সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল৷ ইত্তেফাকে সরকারের টাকায় এনজিও দ্বারা পরিচালিত ‘আনন্দ স্কুল'গুলোর ফলাফল বিপর্যয় নিয়ে আলাদা একটি প্রতিবেদন ছাপা হয়েছে৷

পৌর নির্বাচন

মঙ্গলবার পত্রিকাগুলো আওয়ামী লীগের সঙ্গে মহাজোটের শরিক দলগুলোর আসন বণ্টন নিয়ে প্রতিবেদন ছেপেছিল৷ আর আজ বুধবার ছেপেছে বিএনপি'র সঙ্গে চার দলীয় জোটের আসন বণ্টনের খবর৷ প্রথম আলো'র আজকের প্রধান খবর এটিই৷ পত্রিকাটি বলছে, জামায়াত ৪০টি আসনে তাদের প্রার্থীর পক্ষে বিএনপি'র সমর্থন আশা করছে৷ কিন্তু এখন পর্যন্ত মাত্র দুটিতে বিএনপি সমর্থন দিয়েছে৷ এবং শেষ পর্যন্ত ১০টি আসনে জামায়াত বিএনপি'র সমর্থন পায় কি না সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি'র শীর্ষস্থানীয় নেতারা৷ বিএনপি সূত্র উল্লেখ করে প্রথম আলো বলছে, পৌর নির্বাচনে জামায়াতকে ছাড় দেয়ার ব্যাপারে তৃণমূল নেতারা একেবারেই আগ্রহী নন৷ তবে কালের কণ্ঠ একেবারেই ভিন্ন খবর দিয়েছে৷ তারা বলছে যে, বিএনপি এখন পর্যন্ত ২৪টি আসন ছেড়ে দিতে রাজি হয়েছে৷ কিন্তু কৌশলগত কারণে এ বিষয়ে দুদলের কেউই প্রকাশ্যে কোনো বক্তব্য দিচ্ছেন না৷

পলাতক আসামি রেহাই

২০০৫ সালে রাজধানীর দক্ষিণখানে খুন হয়েছিলেন এলজিইডি'র প্রকৌশলী আবদুল হামিদ বিশ্বাস৷ রাজনৈতিক বিবেচনায় সেই মামলারই পলাতক দুই আসামি রেহাই পেয়েছেন৷ আর তাদের বিরুদ্ধে থাকা মামলাটি প্রত্যাহারের আবেদন জানিয়েছিল রাষ্ট্রপক্ষ৷ সমকাল আর যুগান্তরে রয়েছে খবরটি৷ এ ব্যাপারে আইন প্রতিমন্ত্রীর বক্তব্য ছেপেছে যুগান্তর৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই