1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসিকে মনোযোগ নয়, সেটপিসে জোর দেবে জার্মানি

১ জুলাই ২০১০

ঠিক একটা দিন আছে হাতে৷ এই শনিবারেই বিশ্বকাপে জার্মানির অগ্নিপরীক্ষা আর্জেন্টিনার বিরুদ্ধে৷ অগ্নিপরীক্ষা আর্জেন্টিনারও৷ তো, কে কী বলছে এই খেলা নিয়ে৷

https://p.dw.com/p/O7PS
জার্মান দলের মাঝমাঠের ভরসা সোয়াইনস্টাইগারছবি: AP

মেসি মেসি আর মেসি৷ আর্জেন্টিনার কোচ মারাদোনা সেই বিশ্বকাপের আগে থেকেই বলে আসছেন তাঁর দেখা সেরা ফুটবলার এই লিওনেল মেসি৷ এই বিশ্বকাপে মেসি গোল করতে ব্যর্থ এখনও কিন্তু গোল করানোতে তাঁর অনবদ্য ভূমিকা৷ কীভাবে জার্মানরা মেসিকে দেখছেন শনিবারের খেলার আগে? জার্মান দলের অভিজ্ঞ খেলোয়াড় বাস্টিয়ান সোয়াইনস্টাইগার আর এ পর্যন্ত তিনটে গোলের মালিক টোমাস ম্যুলার বুধবার এরাসমিয়ায় সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন৷ সেখানে সোয়াইনস্টাইগারের কথায়, টিমগেম-এর ওপর জোর দিচ্ছে জার্মানি৷ কোন ব্যক্তি বিশেষকে নিয়ে মোটেই আমরা ভাবিত নই, বলছেন সম্পূর্ণ পাল্টে যাওয়া সোয়াইনস্টাইগার৷

পাল্টে যাওয়া কেন? কারণ, আগে বদরাগী বলে দুর্নাম ছিল তাঁর৷ এখন দারুণ পরিণত, আর কথা বলেন খুব গুছিয়ে৷ সাংবাদিকরা অবাক শুধু নয়, চমকিতও৷ আর্জেন্টিনার কোচ মারাদোনা যেমন এই টগবগে ম্যাচটার আগে নিজের স্ট্র্যাটেজি বলতে বা দেখাতে মোটেও রাজি নন, জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ কিন্তু তেমন ঢাকাচাপায় যাচ্ছেন না৷ কী করবেন তাহলে আপনি? জেনে নিন, কী করবেন ল্যোভ৷

Nationalmannschaft Deutschland für WM 2006
২০০৬ বিশ্বকাপে এই জার্মান দলটাই হারিয়েছিল আর্জেন্টিনাকেছবি: dpa

১. সেটপিসের ওপর জোর দেবে জার্মান দল৷ সেইসঙ্গে ইংল্যন্ডের বিরুদ্ধে যে গতিটা ছিল, সেটাকেই মাঠে হাজির করা হবে মেসিদের বিরুদ্ধেও৷

২.মেসিকে বল বাড়ায় মাসচেরানো আর ভেরন৷ এই সাপ্লাই লাইনটা কাটবে জার্মানি৷ তার মানে মেসির পায়ে বল বিশেষ যেতে দেওয়া হবেই না৷

৩. আর্জেন্টিনার স্টপাররা বেশ দুর্বল, সেই দুর্বলতার সুযোগ নিয়ে গোল করবেন ক্লোজে৷

৪. মেসি ছাড়াও আর্জেন্টিনার দুই ভয়াবহ স্ট্রাইকার তেভেজ আর ইগুয়াইন৷ জায়গা বদলে দুজনেই গোল করে৷ এই দুজনকে মার্কিং-এর দায়িত্ব দেওয়া হচ্ছে জার্মানির দুই স্টপার মাতেসাকার আর ফ্রেডরিককে৷

এরপরেও আছে ৫. ৬. ৭.৮....অনেক অনেক জার্মান স্ট্র্যাটেজি৷ কিন্তু সেসব অন্য প্রসঙ্গ৷ তার একটা জমাট কারণ ও আছে৷ কী সেই কারণ?

কারণটা হল দিন আর তারিখ৷ ঠিক চার বছর আগে ২০০৬-এর জার্মানি বিশ্বকাপে এই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল জার্মানি৷ তারিখটা ছিল ৩০ জুন৷ আর এ বছর সেই খেলাটাই আবার পড়েছে, তফাতের মধ্যে তারিখটা হল তেসরা জুলাই৷ সাংবাদিক সম্মেলনে টোমাস ম্যুলার সেটা মনে করিয়ে দিয়ে তাই বলেছেন, আমরা সামনের দিকে এগোচ্ছি৷ আরও এগোতে চাই৷ ভালো কেক খেলে সেটাকে সাজিয়ে নিয়ে খাওয়াই ভালো৷

সেই সাজগোজের জন্য ৩০ জুনের পরেও আরও তিনটে দিন হাতে পেয়ে গেছে জার্মান দলটা৷ ফলে জার্মানি আর্জেন্টিনা ম্যাচের ফলাফল এবারেও যে কী হতে পারে তা বোঝাই যাচ্ছে৷ ম্যুলার কী একথাটাই বলতে চেয়েছেন?

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : সাগর সরওয়ার