1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এখনও মেসির দেখা পেতে আগ্রহী সে

২৬ ফেব্রুয়ারি ২০১৬

পাঁচ বছরের ছোট্ট আফগান শিশু মুর্তাজা আহমাদিকে লিওনেল মেসি তাঁর নিজের স্বাক্ষর করা দুটি জার্সি উপহার দিয়েছেন, এই খবর সবাই জেনে গেছেন৷ কিন্তু সেই জার্সি পরে ‘লিটল মেসি’ যে তার ফুটবল দক্ষতা দেখিয়েছে সেটি কি দেখেছেন?

https://p.dw.com/p/1I30P
Afghanistan Messi-Fan Murtaza in echtem Trikot
ছবি: picture-alliance/dpa/Unicef/Mahdy Mehraeen

মেসির দেয়া জার্সি আর বল নিতে বৃহস্পতিবার কাবুল গিয়েছিল আহমাদি৷ সে ও তার পরিবার থাকে তালেবানের অন্যতম ঘাঁটি ঘজনি প্রদেশে৷ কাবুলে ইউনিসেফ কর্মকর্তারা আহমাদিকে জার্সি আর বল দিলে সে জার্সি পরে সেখানেই কিছুক্ষণ খেলা করে৷ সেই ভিডিও দেখা যাচ্ছে ইউটিউবে৷ মেসি যেমন বাঁ পায়ে শট নিতে সিদ্ধহস্ত, ছোট্ট আহমাদিকেও তেমনি বাঁ পায়ে শট নিতে দেখা গেছে৷

আর্জেন্টিনা জাতীয় দল আর বার্সেলোনার জার্সি পেয়ে ভীষণ খুশি আহমাদি৷ তবে সে এখনও মেসির সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছে৷ বার্তা সংস্থা এএফপিকে শুক্রবার সে ঐ আগ্রহের কথাই জানিয়েছে৷ আহমাদির বাবা আরিফ আহমাদিও এএফপিকে বলেন, ‘‘মেসির অটোগ্রাফ দেয়া জার্সি পেয়ে সে খুব খুশি৷ কিন্তু সে মেসির সঙ্গে সামনাসামনি দেখা করতে চায়৷''

মেসিও আহমাদির সঙ্গে দেখা করতে আগ্রহী৷ এজন্য তাঁর পক্ষ থেকে আফগানিস্তান ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগও করা হয়েছিল৷ কাবুলের স্পেন দূতাবাসও সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছিল৷ কিন্তু যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানে গিয়ে মেসির পক্ষে আহমাদির সঙ্গে দেখা করা সম্ভব হয়ে ওঠেনি, আহমাদিকেও স্পেনে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগের কথা এখনো জানা যায়নি৷

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য