1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীর যে উত্তরে হাসলেন পুটিন

৫ জুন ২০১৭

রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিভিন্ন দেশের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ মাঝে মাঝেই শোনা যায়৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে বিষয়ে এক প্রশ্ন করেছিলেন মার্কিন টিভি হোস্ট মেগান ক্যালি৷ মোদী উত্তর দিয়েছেন বেশ কৌশলে৷

https://p.dw.com/p/2e81I
ছবি: Picture-Alliance/AP Photo/M. Swarup

রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে শুক্রবার আয়োজিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক আলোচনা সভায় একই মঞ্চে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

সেই অনুষ্ঠানের সঞ্চালিকা মেগান ক্যালি অন্য দেশের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করে না – পুটিনের এমন দাবি বিশ্বাসযোগ্য কিনা তা মোদীর কাছে জানতে চান৷ জবাবে মোদী বলেন, ‘‘আপনি অ্যামেরিকা, রাশিয়া, জার্মানি, চ্যান্সেলর ম্যার্কেল এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছেন৷ আপনি তাদের মতো বড় মানুষের বিষয়ে কথা বলছেন৷ আপনার আসলে আপনাদের সবার মাঝে আমার মতো একজন আইনজীবীর দরকার নেই৷''

মোদীর এই বক্তব্যে আলোচনাস্থলে হাসির রোল ওঠে৷ তাঁকে সমর্থন জানান পুটিনও৷ আর পুরো ব্যাপারটির ভিডিও ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য