1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোবাইল ফোন নিয়ন্ত্রণে আলাদা সংস্থা গঠনের তাগিদ

১১ মার্চ ২০১০

মোবাইল ফোনের অপব্যবহার রোধে পুলিশের পাশাপাশি আলাদা সংস্থাকে দায়িত্ব দেয়ার তাগিদ দেয়া হয়েছে৷ সেইসঙ্গে একাধিক সিম নেয়ার ক্ষেত্রে থাকা উচিত আইন৷ বিশ্লেষকরা বলছেন, কে কত মোবাইল ফোন বিল দেন তা-ও মনিটরিং করা প্রয়োজন৷

https://p.dw.com/p/MQUy
মোবাইল ফোন পরিষেবার কাঠামো আমূল পরিবর্তনের দাবি উঠছেছবি: AP

বাংলাদেশের মোবাইল ফোনের যথেচ্ছ ব্যবহারের কথা নিজেই স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ আর মোবাইল ফোন ব্যবহার করে সন্ত্রাস বেড়ে যাচ্ছে – যা ডয়চে ভেলেকে জানান পুলিশের সাবেক আইজি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান৷

সরকার সিদ্ধান্ত নিয়েছে, ১৮ বছরের কম বয়সীরা মোবাইল ফোনের সিম কিনতে পারবে না৷ প্রাপ্ত বয়স্কদের সিম কিনতে লাগবে ন্যাশনাল আইডি কার্ড৷ এএসএম শাহজাহান বলেন, শুধু সিদ্ধান্ত নিলেই হবে না, তা যথাযথভাবে কার্যকর করতে হবে৷ তিনি মনিটরিং জোরদার করার জন্য প্রয়োজনে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থাকেও দায়িত্ব দেয়ার কথা বলেন৷

বাংলাদেশে মোট ৬টি মোবাইল ফোন অপারেটর রয়েছে৷ তাদের গ্রাহক প্রায় ৪ কোটি৷ অভিযোগ রয়েছে এরমধ্যে ভূয়া পরিচয়েরও গ্রাহক রয়েছেন৷ তত্ত্বাবধায়ক সরকারের সময় এজন্য সব গ্রাহককে নতুন করে মোবাইল ফোনের নিবন্ধন নিতে হয়েছিল৷ তবে এতে কোন সুফল পাওয়া যায়নি৷ তাই এবার সুফল পেতে কার্যকর উদ্যোগ নেয়ার কথা বলছেন বিশ্লেষকরা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: সঞ্জীব বর্মন