1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মোটরবাইক ট্যাক্সি’

২ ফেব্রুয়ারি ২০১৬

একটা মোটরবাইকের ওপর তিন-চারজন অথবা বেবিট্যাক্সি, অটো রিক্সা বা মিশুকে গাদাগাদি করে বসা মানুষ – এমন দৃশ্য দেখেনি, ঢাকা শহরে এমন কম মানুষই আছে৷ কিন্তু মোটরবাইকে দু-দুটো কাঠের পাটাতন ‘ফিট' করে আট-নয়জনের বসার জায়গা?

https://p.dw.com/p/1Hn1P
Symbolfoto - Frau erschrickt sich
ছবি: picture-alliance/dpa

হ্যাঁ, ঠিকই বলছি৷ এ রকমটাই ঘটেছে ইন্দোনেশিয়ায়৷ রাজধানী জাকার্তার মতো কোনো বড় শহরে নয়, জাভার পশ্চিমে একটা ছোট্ট গ্রামে৷ স্থানীয়রা এর নাম দিয়েছে ‘মোটরবাইক ট্যাক্সি'৷

শোনা যায়, গ্রামবাসীরা আশেপাশের জঙ্গল থেকে গাছ কেটে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য মোটরবাইক ব্যবহার করতো৷ গাছের কাঠগুলোকে আড়াআড়িভাবে নিয়ে যেতেই নাকি তাদের মাথায় একটা বুদ্ধি আসে৷ তারা ভাবে, গাছের মতো আড়াআড়িভাবে যদি কাঠের তক্তা বা পাটাতন মোটরবাইকের দু'দিকে লাগানো যায়, তাহলে তো তাতে মানুষও বসতে পারে!

যেমন ভাবা তেমন কাজ৷ মোটরবাইকের ডানে-বামে দুই জোড়া তক্তা লাগাতেই, যাতায়াতের সমস্যা আজ আর নেই ঐ গ্রামে৷ একসঙ্গে ন'জন পর্যন্ত মানুষ এই ‘মোটরবাইক ট্যাক্সি'-তে যাতায়াত করতে পারে৷ তবে এর জন্য একটু ‘ব্যালেন্স’-এর দরকার হয়, এই আর কি! বিশ্বাস না হলে ভিডিওটা দেখুন৷ তাহলেই বুঝতে পারবেন৷

ডিজি/এসিবি

ভিডিওটা দেখলেন? বাংলাদেশে এমন ‘মোটরবাইক ট্যাক্সি’ কি ভাবা যায়? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান