1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোটর সাইকেল পোড়ালে দু’হাজার টাকা পুরস্কার!

২৭ জুন ২০১০

হরতালে গাড়ি পোড়াতে পারলে বিভিন্ন অংকের পুরস্কার৷ অবাক হচ্ছেন! বাংলাদেশের এক পত্রিকারই খবর এটি৷ এছাড়া রয়েছে পিলখানা বিদ্রোহের খবর, দু’সন্তানসহ গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর পর স্বামী আটক৷ আর বিশ্বকাপ৷

https://p.dw.com/p/O4Bw
ফাইল ফটোছবি: DW

‘হরতালে ভাঙচুরের জন্য পুরস্কার'

‘হরতালে ভাঙচুরের জন্য পুরস্কার' দৈনিক ইত্তেফাকের শিরোনাম এটি৷ আজকের হরতালকে কেন্দ্র করে একটি চক্র নাকি ঢাকার বিভিন্ন বস্তিতে বিশেষ পুরস্কারের প্রচারণা চালাচ্ছে৷ রিকশা থেকে শুরু করে বাস পর্যন্ত ভাঙতে পারলে নানা অর্থ পুরস্কার দেবার প্রচারণা৷ দৈনিক ইত্তেফাক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এই খবর জানিয়েছে৷ এছাড়া দৈনিক কালেরকন্ঠের শিরোনাম, ‘হরতালে দিনে ক্ষতি ৫৫০ কোটি টাকা'৷ পত্রিকাটির কথায়, একদিনের হরতালে দেশের কম-বেশি ৫৫০ কোটি টাকা সরাসরি ক্ষতি হয়৷ তবে দীর্ঘ মেয়াদে ক্ষতির পরিমাণ আরো বেশি৷

পিলখানার বিদ্রোহ

দৈনিক প্রথম আলো পিলখানা বিদ্রোহের বিচারের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে৷ শিরোনাম, ‘৬৬৭ আসামীর মধ্যে মাত্র ২৯ জনের দোষ স্বীকার'৷ শনিবার বিশেষ আদালতে ২৪ রাইফেলের বিদ্রোহে জড়িত মাত্র ২৯ জন দোষ স্বীকার করে নিয়েছেন৷ বাকিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন৷

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু নিয়ে আলোড়ন

অধিকাংশ দৈনিক এই বিষয়ে খবর প্রকাশ করেছে৷ দৈনিক ইত্তেফাকের শিরোনাম, দুই সপ্তাহ পর রাশেদ ও স্মৃতি গ্রেপ্তার৷ রাশেদ মানে রাশেদুল কবির হচ্ছেন জুরাইনে অস্বাভাবিকভাবে মারা যাওয়া গৃহবধুর স্বামী এবং তার দু'সন্তানের জনক৷ আর স্মৃতি হচ্ছেন রাশেদের দ্বিতীয় স্ত্রী৷ এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাশেদকে প্রধান আসামী করে মামলা করা হয় দিন কয়েক আগে৷ এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে আটক করেছে পুলিশ এবং সবাইকেই বিভিন্ন মেয়াদে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে৷

বিশ্বকাপ

বাঙালি যে কতটা ফুটবল পাগল, তার প্রমাণ মেলে পত্রিকার শিরোনামগুলোর দিকে তাকালেই৷ দৈনিক সমকালের প্রধান শিরোনাম, ‘কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে'৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলছে, ‘যুক্তরাষ্ট্রের বিদায়, শেষ আটে ঘানা'৷ এছাড়া আজকের জার্মানি-ইংল্যান্ড ম্যাচ নিয়েও বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাগুলো৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী