1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীর সঙ্গে ‘সেলফি'!

১৮ মার্চ ২০১৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদের ঝান্ডা নিয়ে ঘুরলেও, এ মুহূর্তে বিশ্ব রাজনীতিতে তাঁর গুরুত্বকে অস্বীকার করার উপায় নেই৷ আর তাই তো মাদাম তুসোর জাদুঘরেও এবার দেখা যাবে মোদীকে, থুড়ি মোদীর মোমের পুতুলটাকে৷

https://p.dw.com/p/1IFbP
নরেন্দ্র মোদী
ছবি: Reuters/D. Siddiqui

আর তেমনটা হলে, প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার জন্য আপনার আর ‘অ্যাপয়েন্টমেন্ট'-এর দরকার পড়বে না৷ কেন? আরে লন্ডনের একটা টিকিট কাটলেই যে আপনি পৌঁছে যাবেন তাঁর কাছে৷ হোক, না মোমের মূর্তি, তবু মোদী তো!

মহাভারতে আছে, শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন অর্জুনকে৷ কিন্তু এই ঘোর কলিতে মোদী কিন্তু আমাদের কম রূপ দেখাননি! ‘স্বচ্ছ ভারত', ‘নেশামুক্ত ভারত' গড়ার ডাক দেয়ার পর, রামরাজ্যের এই রামকে আমরা দেখেছি ‘বেটি বাঁচাও, বেটি পড়াও' আন্দোলনে৷ দেখেছি এভাবে অগুন্তি ভারতবাসীর মন জয় করতে৷ রাশিয়া, ইরান, চীন, ইটালি, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও আজ তাঁর সম্পর্ক বেশ খাতিরের৷

তাছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে মোদী বেজায় সরব৷ সেখানে তাঁকে নিয়ে আলাপ-আলোচনা, প্রশংসা যেন শেষই হতে চায় না৷ তার ওপর মোদী যে সেলফি তুলতে ভালবাসেন, সেটাও আজ আর কারুর জানতে বাকি নেই৷ তাই ফেসবুক-টুইটারে মোদীর নামের সঙ্গে নিজের নাম জুড়লে যে মিউজিয়াম কর্তৃপক্ষেরই লাভ!

জানা গেছে, আগামী এপ্রিল মাসেই সেই মিউজিয়ামে মোদীর মূর্তি উন্মোচন করা হবে৷ ইতিমধ্যে মাদাম তুসোর জাদুঘরের একটি প্রতিনিধি দল নতুন দিল্লিতে পৌঁছেও গেছে৷ শুরু হয়ে গেছে মূর্তি বানাতে মোদীর দাঁত, হাত, চুল, চোখ, উচ্চতার মাপজোক করা৷

খোদ মোদীর কথায়, ‘‘আমি চুপচাপ বসে খেয়াল করছিলাম দলের সদস্যরা কীভাবে কাজ করছেন৷ আমি সত্যিই তাঁদের কাজের প্রতি নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্ব দেখে অভিভূত৷''

কর্তৃপক্ষ জানিয়েছে, এই মূর্তি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে দর্শকরা মোদীর সঙ্গে ‘কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারেন'৷ আর ইচ্ছে থাকলে তুলতে পারেন সেলফিও৷ কি, এবার যাবেন নাকি একবার লন্ডনে?

ডিজি/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান