1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাচের পরেও রেয়াল-বার্সা কোন্দল

২৮ এপ্রিল ২০১১

‘স্পোর্টিং স্পিরিট’ মানেই খেলায় হার-জিত মেনে নেওয়া৷ কিন্তু বাস্তবে সবসময় তেমনটা হয় না৷ বার্সেলোনা এবার ইউরোপীয় ফুটবল সংগঠনের কাছে রেয়াল মাদ্রিদের নামে নালিশ করার কথা ভাবছে৷

https://p.dw.com/p/115L2
ছবি: AP

বুধবারের সেমি ফাইনাল ম্যাচে হেরে যাওয়ার পর এক সংবাদ সম্মেলনে রেয়াল মাদ্রিদের কোচ জোসে মুরিনিয়ো বার্সেলোনার কোচ শোসেপ গুয়ার্দিওলা এবং ম্যাচ রেফারি জার্মানির ভল্ফগাং স্টার্ক সম্পর্কে অত্যন্ত কড়া কথা শুনিয়েছেন৷ মুরিনিয়ো সরাসরি অভিযোগ করে বলেন, রেফারি বার্সেলোনার প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছেন৷ এমনকি ইউরোপীয় ফুটবল সংগঠনও বার্সেলোনাকে বাড়তি খাতির করছে বলে তিনি মনে করেন৷ তিনি বলেন, ‘‘শোসেপ গুয়ার্দিওলা অত্যন্ত উঁচু মাপের ফুটবল কোচ৷ কিন্তু তিনি এর আগে ২০০৯ সালে স্ট্যামফোর্ড ব্রিজে যেভাবে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, তা আমার কাছে অত্যন্ত লজ্জার কারণ৷ এবারেও যদি তিনি শিরোপা জেতেন, তাহলেও বুধবারের ম্যাচের কলঙ্ক তাতে লেগে থাকবে৷''

মুরিনিয়ো বার্সেলোনার বিশেষ কিছু সুবিধা রয়েছে বলেও অভিযোগ করেন৷ বলেন, ‘‘আমি জানি না, ইউনিসেফ'এর প্রচার এবং ইউরোপীয় ফুটবল সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনখেল ভিলিয়ার'এর প্রভাব প্রতিপত্তি এক্ষেত্রে কোনো ভূমিকা পালন করেছে কি না৷ কিন্তু তাদের বিশাল ক্ষমতা৷ সেখানে আমাদের মতো কারো কিছু করার সুযোগ নেই৷'' উল্লেখ্য, নির্বাচনের সময় ভিলিয়ার'কে বার্সেলোনা সমর্থন জানালেও রেয়াল মাদ্রিদ তাঁর এক প্রতিদ্বন্দ্বিকে সমর্থন করেছিলো৷

বুধবারের ম্যাচ সম্পর্কে স্পেনের সংবাদ মাধ্যমও দ্বিধাবিভক্ত৷ পেপে'কে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করার রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে৷ অন্যদিকে বার্সেলোনার সংবাদপত্রগুলিতে মেসির সাফল্যই সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক