1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যান্ডেলার গ্রেপ্তারে সিআইএ!

১৬ মে ২০১৬

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র একজন এজেন্টের তথ্যের ভিত্তিতে ১৯৬২ সালে নেলসন ম্যান্ডেলাকে গ্রেপ্তার করা হয়েছিল৷ সিআইএ-র ঐ এজেন্ট এই তথ্য জানিয়েছেন বলে দাবি লন্ডনের একটি পত্রিকার৷

https://p.dw.com/p/1IoT2
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নেলসন ম্যান্ডেলা
ছবি: Reuters

‘দি সানডে টাইমস' পত্রিকার প্রতিবেদনে সিআইএ-র সাবেক এজেন্ট ডোনাল্ড রিকার্ডের মন্তব্য প্রকাশ করা হয়েছে৷ ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক জন ইরভিনকে রিকার্ড জানান, তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে ম্যান্ডেলাকে গ্রেপ্তার করা হয়েছিল৷ তিনি দক্ষিণ আফ্রিকার সরকারকে ম্যান্ডেলা কীভাবে, কখন ও কোথায় যাবেন সেই তথ্য দিয়েছিলেন৷ এর ভিত্তিতে ১৯৬২ সালে ডারবান শহরের একটি সড়ক থেকে ম্যান্ডেলাকে গ্রেপ্তার করা হয়৷ সেই সময় ম্যান্ডেলা নিজের গাড়ি চালাচ্ছিলেন৷ তবে কোথা থেকে এসব তথ্য পেয়েছিলেন সেটি প্রকাশ করেননি রিকার্ড৷

ম্যান্ডেলা
সেবার গ্রেপ্তারের পর ২৭ বছর কারাবন্দি ছিলেন ম্যান্ডেলাছবি: picture-alliance/dpa

চলতি বছরের শুরুতে নিজের একটি চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনে যুক্তরাষ্ট্রে রিকার্ড এর সাক্ষাৎকার নিয়েছিলেন পরিচালক ইরভিন৷ পরবর্তীতে ইরভিন ম্যান্ডেলা হত্যায় সিআইএ-র সংশ্লিষ্টতা সংক্রান্ত তথ্য সঠিক কিনা, তা যাচাই করতে অনুরোধ করেছিলেন জেমস স্যান্ডার্সকে, যিনি সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটির লেখক৷

সিআইএ-র সাবেক এজেন্ট রিকার্ড জানান, ম্যান্ডেলা ‘‘সোভিয়েত ইউনিয়নের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন৷'' তিনি বলেন, ‘‘তিনি (ম্যান্ডেলা) দক্ষিণ আফ্রিকায় যুদ্ধ বাঁধিয়ে দিতে পারতেন, যুক্তরাষ্ট্রের তখন তাতে সম্পৃক্ত হতে হতো এবং পরিস্থিতি তখন নরকের মতো হতে পারতো৷ কিন্তু এই পরিস্থিতি থামাতে হতো, অর্থাৎ ম্যান্ডেলাকে থামাতে হতো৷ এবং আমি সেটা থামিয়েছি৷''

১৯৭৮ সাল পর্যন্ত সিআইএ-র এজেন্ট হিসেবে কাজ করেন রিকার্ড৷ মারা যান চলতি বছরের মার্চ মাসে - ইরভিনের সঙ্গে কথা বলার সপ্তাহ দুয়েক পর৷

এদিকে, ম্যান্ডেলা হত্যায় নিজেদের সংশ্লিষ্ট থাকার বিষয়টি স্বীকার করেছে সিআইএ৷

ব্রিটিশ পরিচালক ইরভিনের নির্মাণ করা চলচ্চিত্রটির নাম ‘ম্যান্ডেলাস গান'৷ গ্রেপ্তার হওয়ার কয়েক মাস আগে ম্যান্ডেলার জীবন নিয়ে মুভিটি তৈরি করা হয়েছে৷ ১৯৬২ সালে গ্রেপ্তার হওয়ার পর ২৭ বছর জেলে ছিলেন ম্যান্ডেলা৷ ১৯৯০ সালে মুক্তি পাওয়ার পর ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি৷ ২০১৩ সালে ৯৫ বছর বয়সে তিনি মারা যান৷

ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এর মুখপাত্র জিজি কোডওয়া ম্যান্ডেলা হত্যায় সিআইএ-র সংশ্লিষ্ট থাকার বিষয় প্রকাশকে ‘মারাত্মক অভিযোগ' বলে আখ্যায়িত করেন৷ তবে এমন তথ্য নতুন নয় বলেও মন্তব্য করেন তিনি৷

জেডএইচ/ডিজি (এএফপি, দি সানডে টাইমস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য