1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যালেরিয়া প্রতিরোধ করবে এবার মশা

২২ মার্চ ২০১০

বিজ্ঞানীরা জিন বদলিয়ে এক ধরণের মশা তৈরি করেছেন৷ সংক্ষেপে একে বলা হচ্ছে জিএম (জেনেটিক্যালি মডিফায়েড) মশা৷ তাঁদের দাবি, এই মশা ম্যালেরিয়া রোগের প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করবে৷

https://p.dw.com/p/MYwX
ফাইল ফটোছবি: AP

এই জিএম মশা কাজ করবে ‘উড়ন্ত টিকা'র মত৷ উড়তে উড়তে ছড়িয়ে দেবে ম্যালেরিয়ার প্রতিষেধক টিকা৷

জাপানের জিচী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চালিত গবেষণায় দেখা গেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে রক্ত শোষক মশাকে উড়ন্ত টিকা দানকারী মশায় রূপান্তরিত করে সম্ভব হতে পারে৷ এবং এর ফলে ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণের নতুন এক কৌশল পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা৷

অ্যানোফিলিস স্টেফেন্সি জাতের মশার লালা গ্রন্থি থেকেই মানবদেহে ছড়ায় ম্যালেরিয়া রোগের জীবাণু৷ তাই এই লালা গ্রন্থি নিয়েই গবেষণা চালানো হয়েছে৷ প্রতিবছর ম্যালেরিয়ায় ১০ থেকে ২০ লাখ মানুষ মারা যায়,আর এর মধ্যে বেশির ভাগই আফ্রিকার শিশু৷

এই গবেষণার প্রধান বিজ্ঞানী প্রফেসর সিগিটো ইয়োশি বলেন, এই রোগ প্রতিরোধের কার্যকর প্রতিষেধক না থাকায় জীবাণু বাহকের নিয়ন্ত্রণই এ রোগ প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে৷

প্রতিবেদক: আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ-আল ফারূক